মাওবাদীদের ডাকা বনধের প্রভাবে স্তব্ধ ঝাড়গ্রাম-বেলপাহাড়ী
Connect with us

বাংলার খবর

মাওবাদীদের ডাকা বনধের প্রভাবে স্তব্ধ ঝাড়গ্রাম-বেলপাহাড়ী

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাওবাদীদের ডাকা বাংলা বন্ধের প্রভাব পড়ল ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকায়। রাজ্য সরকারের দুর্নীতি, স্পেশাল হোমগার্ড পদে ক্রিমিনালদের নিয়োগ এর প্রতিবাদে এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের হুঁশিয়ারি দিয়ে শুক্রবার বাংলা বনধ এর ডাক দিয়ে মাওবাদী নামাঙ্কিত বেশ কিছু পোস্টার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া থেকে উদ্ধার করে পুলিশ।

যার ফলে শুক্রবার ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় বনধ এর ভালো প্রভাব পড়েছে। বন্ধের প্রভাব পড়েছে ঝাড়গ্রাম শহরেও। সরকারি বাস হাতে গোনা দুই একটি চললেও রাস্তায় একটিও বেসরকারি বাস নামেনি। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাট একেবারে শুনশান। অন্যান্য দিনের তুলনায় শুক্রবার রাস্তায় মানুষজনকে সেভাবে দেখা যায়নি। যার ফলে মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। যানবাহন চলাচল না করায় সমস্যায় পড়েছেন বেশকিছু নিত্যযাত্রী।যার ফলে তাঁরা তাঁদের কর্মস্থলে যেতে পারছে না।

আরও পড়ুন:মাওবাদীদের ডাকা বাংলা বনধের আগের দিন বেলপাহাড়িতে ল্যান্ড মাইন উদ্ধার 

Advertisement

তবে শুধু ঝাড়গ্রাম, বেলপাহাড়িতেই নয়, মাওদের ডাকা বনধের ভালো প্রভাব পড়েছে এ ছাড়া, মাওবাদী বনধের সর্বাত্মক প্রভাব পড়েছে বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ, রাইপুর, সারেঙ্গা ও সিমলাপাল এই চারটি মাওবাদী প্রভাবিত ব্লকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। ছোট গাড়ি চলাচলও বন্ধ রয়েছে। এদিন সকাল থেকে রানিবাঁধ, রাইপুর ও সারেঙ্গা এলাকায় দোকান বাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালানোর সময় ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার শিমুলপাল অঞ্চলের লবনি এলাকায় টিফিন কৌটো দেখতে পান জওয়ানরা। বিষয়টি জানাজানি হলে ওই এলাকা জুড়ে বৃহস্পতিবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার ফলে গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ ও জওয়ানরা। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রয়েছে সিআরপিএফ জওয়ানদের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প। যারফলে ল্যান্ড মাইন উদ্ধারের খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যাটালিয়নের সি ও বি আর মিনা, আধিকারিক ঘনশ্যাম গুজ্জর, ঝাড়গ্রাম জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন:পরিকল্পিত দুর্যোগ তৈরি করছে কেন্দ্রীয় সরকার, তোপ মমতার

Advertisement

ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া ল্যান্ড মাইনটি স্থানীয় জঙ্গলে নিষ্ক্রিয় করে বোম্ব স্কোয়ার্ড এর সদস্যরা। মাওবাদীদের ডাকা বাংলা বনধ এর দিন শুক্রবার মাওবাদীরা যাতে জঙ্গলমহল এলাকায় নাশকতার ঘটনা ঘটাতে না পারে তার জন্য বৃহস্পতিবার ঝাড়খন্ড সীমান্তবর্তী বেলপাহাড়ি থানা এলাকার বিভিন্ন জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.