বাংলার খবর
গবাদি পশুর জন্য নেই কোনও স্থায়ী চিকিৎসালয়, সমস্যায় জেরবার সাধারণ মানুষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পশু চিকিৎসালয় থাকলেও নেই কোনও চিকিৎসক, ফলে সমস্যায় পড়েছেন পশুর চিকিৎসা করাতে আসা মানুষরা।
এমনই ছবি লক্ষ্য করা গেল ইটাহারে। জানা গিয়েছে, ইটাহার ব্লকের ১২ টা পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি ভাবে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ভবন থাকলেও, নেই কোনও চিকিৎসক। গবাদি পশুরা অসুস্থ হলে বাধ্য হয়েই ইটাহার সদর বা দুর্গাপুর পশু চিকিৎসালয়ে যেতে হয় বাসিন্দাদের।
আরও পড়ুন: গরমে নাজেহাল অবস্থা, আগামী ২৪ ঘণ্টায় নামবে তুমুল বৃষ্টি
অনেক সময় বেশি টাকা দিয়ে বেসরকারিভাবে পশুদের চিকিৎসা করাতে হয়। বিগত সাত বছর ধরে এমনই সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। বারংবার এই বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা সরকারিভাবে পশু চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা জানান, ইটাহার ব্লক সহ জেলায় প্রাণী সম্পদ দফতরের কোথাও ডাক্তার নেই, প্রাথমিকভাবে চিকিৎসা করলেও কতদিন এভাবে চলবে জানা নেই।
আরও পড়ুন: বেছে-বেছে মহিলাদের খুন করাই নেশা, যাবজ্জীবন কারাদণ্ড সিরিয়াল কিলারের
গবাদি পশুদের চিকিৎসার জন্যে সাধারণ মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে এবং ব্যক্তিগতভাবে অনেক টাকাও খরচ হচ্ছে। তবুও কোনো ব্যাবস্থা নেই প্রশাসনের পক্ষ থেকে। যদিও এব্যাপারে ইটাহার ব্লক পশু চিকিৎসক আধিকারিক ড: তন্ময় হালদার বলেন, ”সমস্যা রয়েছে জেলায় জানানো হয়েছে। প্রাণী মিত্রা ও প্রাণী বন্ধুদের দিয়ে এলাকায় পশু চিকিৎসা সমাধান করা হবে”।