আচমকা ঝড়ে উড়ল বাড়ির ছাউনি, প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আর্জি গ্রামবাসীদের
Connect with us

বাংলার খবর

আচমকা ঝড়ে উড়ল বাড়ির ছাউনি, প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আর্জি গ্রামবাসীদের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  বুধবার রাতের প্রবল ঝড়ে গোয়ালপোখরের ডোয়াপাড়া গ্রামে  প্রচুর ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক বাড়ির টিন উড়ে গিয়েছে। নষ্ট হয়েছে প্রচুর কাঁচা বাড়ি। প্রচুর গাছ ভেঙে  পড়েছে।

বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ পরিষেবা বন্ধ গোটা গ্রামে। রাতভর আতঙ্কে কাটিয়েছেন গ্রামবাসীরা। রাতে অনেকেই আবার অন্য কারও বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। গ্রামবাসী সূত্রে খবর, বুধবার রাত  ১০ টা নাগাদ হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের এক ঝটকায় গ্রামের প্রচুর বাড়ি নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: ঝাড়গ্রামে কোনও মাওবাদী নেই, মিথ্যে ভয় দেখালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Advertisement

এই ঘটনায় গোটা গ্রামের মানুষ সমস্যায় পড়েছেন। সকাল হতেই ঘরের টিন খুঁজতে এদিক ওদিক ছুটছেন গ্রামবাসীরা। এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না গ্রামবাসীরা। তাই সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি তুলছেন গ্রামবাসীরা।

অন্যদিকে সমস্ত রকম ক্ষতিপূরণের আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মনি। তিনি জানিয়েছেন, রাতে প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের ডোয়াপাড়া গ্রাম।

আরও পড়ুন: হাতে ‘আই লাভ ইউ, দি এন্ড’ লেখা তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার

Advertisement

তিনি সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার জন্য ব্লক প্রশাসন কে জানিয়েছেন। এবং সরকারি ভাবে যতখানি সম্ভব সাহায্যের আশ্বাস দেন তিনি।