বাংলার খবর
দলমার দাঁতালদের তাণ্ডব, ঝাড়্গ্রামে আহত মহিলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অব্যাহত দলমার দাঁতালদের তাণ্ডব। শনিবার ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া বিটের সাপধরা গ্রামে হাতির হামলায় গুরুত্বর আহত হন ১ মহিলা। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, এদিন পুকুরি এলাকার এমএসকে স্কুলের সামনে মিনি খিলাড়ি নামের এক মহিলাকে একটি হাতি শুঁড় দিয়ে আছাড় মারে। ঘটনায় গুরুত্বর আহত হন ওই মহিলা। এরপর বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
ঝাড়গ্রাম জেলায় হাতির তান্ডব যেমন অব্যাহত রয়েছে তেমনই হাতির হামলায় প্রাণহানির ও আহত হওয়ার ঘটনাও অব্যাহত রয়েছে। সেইসঙ্গে মাঠে থাকা ফসলের ও ঘরবাড়ির ক্ষতি করছে হাতির দল। যারফলে ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা হাতির হামলার ভয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।
আরও পড়ুন: রবিনসন স্ট্রিটের ছায়া বাঁকুড়ায়! ভাইয়ের পচাগলা দেহ আগলে রাখলেন দাদা-বৌদি
নতুন করে ঝাড়গ্রাম জেলায় হাতির দল প্রবেশ করেছে। যারফলে চিন্তায় পড়েছেন জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা। যেভাবে প্রকাশ্য দিবালোকে খাবারের সন্ধানে হাতি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
সেই সঙ্গে কখনও রাজ্য সড়কের উপর, কখনও ৬ নম্বর জাতীয় সড়কের উপর দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। যারফলে যানবাহন চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। গাড়ি নিয়ে যেতেও ভয় করছেন গাড়িচালকেরা।
আরও পড়ুন: প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদী পোস্টার, গ্রেফতার যুবক
বন দফতর থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের আগে যেভাবে হাতির দল তাণ্ডব শুরু করেছে তাতেই যথেষ্ট চিন্তায় রয়েছেন বনদফতরের আধিকারিক ও কর্মীরা।