বাংলার খবর
চাঁদা তুলে সুস্থ করা হয়েছিল ভোলাকে, মাশুল গুণছেন গ্রামবাসীরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছর খানেক আগে পায়ে চোট নিয়ে গ্রামে এসেছিল ভোলা,গ্রামবাসীরাই চাঁদা তুলে তার চিকিৎসা করে চোট সারিয়ে তোলে। সুস্থ হয়েই মাঠে নেমে পরে।ধান সব্জির দফারফা করতে থাকে। তার ভয়ে গ্রামবাসীরা তটস্থ।
পান্ডুয়ার খন্যান পশ্চিম পাড়ায় অযাচিত অতিথি এক ষাঁড়ের দাপটে অতিষ্ঠ গ্রামবাসীরা।গত বছর হঠাৎ ই একদিন দেখা মেলে পশ্চিমপাড়ায় আহত ষাঁড়ের। ভালো করে হাঁটতে পারছিল না ষাঁড়টি। গ্রামেরই কয়েকজন যুবক তার চিকিৎসার ব্যবস্থা করে।ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।খাওয়া দাওয়া করে সুস্থ সবল হয়ে ওঠে চেহারাতেও বড় হয়।
আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রী, চরম জবাব দিলেন স্বামী
গ্রামের লোকেরাই নাম রাখে ভোলা। ভালই ছিল হঠাৎ কি হল, বেশ কিছুদিন ধরে গ্রামে রীতিমতো তান্ডব শুরু করে ভোলা। চাষের জমিতে নেমে সব্জি ফসল নষ্ট করতে থাকে। সন্ধ্যায় ছোটো বাচ্চা থেকে শুরু করে মহিলারা ভোলার আতঙ্কে বাইরে বেরোতে ভয় পান। তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে গুঁতিয়ে দিতে আসে। লাঠি নিয়ে পাহাড়ার ব্যবস্থা করে গ্রামবাসীরা। বন দফতরে খবর দেওয়াও হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে কাকে ভোট দিয়েছেন? অবশেষে জানিয়ে দিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী
এই বিষয়ে গ্রামাবাসী মহঃ মমিনূল ইসলাম বলেন, ”আমরা চাই বনদফতর ষাড়টিকে ধরে অন্যত্র নিয়ে যাক”। শেখ কাদের আলি বলেন, ”রবি মরশুমে ধান আলু নষ্ট করেছে। আমন ধানের বীজ খেয়ে নিচ্ছে মানুষের ক্ষতি করছে ভোলা। বনদফতর কিছু একটা ব্যবস্থা করুক”।