একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা, চরম দুর্ভোগে স্থানীয়রা
Connect with us

বাংলার খবর

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা, চরম দুর্ভোগে স্থানীয়রা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার রাত থেকে অতিবৃষ্টিতে ভিজছে ভুটান পাহাড় ও ডুয়ার্স অঞ্চল। অবিরাম বৃষ্টির ফলে আংরাভাসা নদীর জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে গয়েরকাটার বিভিন্ন এলাকা।

ভুটান পাহাড়ের জল বানারহাটের হাতিনালা দিয়ে এসে আংরাভাসা নদীতে পড়লে প্রবল ভাবে ফুলে ফেপে ওঠে আংরাভাসা। নদীর জল ঢুকে এদিন গয়েরকাটার জ্যোর্তিময়পল্লি, বিবেকানন্দপল্লি, হিন্দুপাড়া, কোংগারনগর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জলমগ্ন হয়ে পড়ে প্রায় এক হাজার পরিবার।

জানা গিয়েছে,  সঠিক নিকাশি ব্যবস্থার কারবে বেশ কিছু এলাকায় বৃষ্টির জল জমেও জলমগ্ন হয়ে পড়ে। রবিবার রাতেই স্থানীয় অনেকের বাড়ির ভিতরে ঢুকে যায় জল। বাড়িতে জল ঢুকে যাওয়ার ফলে অনেক বাড়িতেই উনুন জ্বলেনি। এদিন সকাল থেকে জলমগ্ন এলাকাগুলি ঘুরে দেখেন বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী। তিনি বলেন, “গয়েরকাটার জলমগ্ন পরিস্থিতি ক্ষতিয়ে দেখা হয়েছে৷ বহু মানুষের বাড়িতে এখনও জল রয়েছে। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে “।

Advertisement

আরও পড়ুন: ক্লাসরুমে নেই চেয়ার-টেবিল! গরমের ছুটির পর স্কুল খুলতেই তাজ্জব শিক্ষকরা

তৃণমূলের সাকোয়াঝোরা ১ এস সি এস টি, ওবিসি সেলের অঞ্চল সভাপতি সমর সরকার জানান, আংরাভাসা নদীর জলোচ্ছ্বাস এর কারনে মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। তাঁরা দলের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সকাল ৯টার পর থেকে বৃষ্টি কিছুটা কমলে জল নামতে শুরু করে এলাকায়।

অন্য দিকে, রাতভর মুষলধারায় বৃষ্টির জেরে ভাসছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা। লাগাতার বৃষ্টির জেরে করলা নদীর জল উপচে পড়েছে। পুরসভার বেশিরভাগ ওয়ার্ডেই হাঁটু সমান জল। কোথাও আর‌ও বেশি জল জমেছে।

Advertisement

রাতভর অবিরাম বৃষ্টির জেরে শহরের বিভিন্ন ওয়ার্ড জলে ডুবে রয়েছে। জলে ভাসছে জলপাইগুড়ি শহরের একটি বড় অংশ। শহরের পান্ডাপাড়া, মহামায়াপাড়া, অশোকনগর, চুনিলাল রোড, কংগ্রেসপাড়া, সার্ফ মোড়, নিউটাউনপাড়া, সেনপাড়া, রবীন্দ্রনগর সহ সর্বত্রই শুধু জল আর জল। এই‌সব এলাকায় মানুষের ঘরেও জল ঢুকেছে।

সোমবার সকাল থেকেও বৃষ্টির কোনও বিরাম নেই। এজন্য জলমগ্ন এলাকার মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জলস্তর বেড়েছে জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে চলা করলা নদীতে।

আরও পড়ুন: জাল চেক ঘিরে প্রতারণার হদিশ

Advertisement

জলপাইগুড়ি শহরের বেশকিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ায় এইসব এলাকার বাসিন্দা‌দের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সবমিলিয়ে ভয়ঙ্কর দুর্যোগ দেখা দিয়েছে জলপাইগুড়ি‌ জেলায়। স্থানীয় বাসিন্দারা জানান, লাগাতার বৃষ্টির জেরেই এমন পরিস্থিতি‌ তৈরি হয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.