বাংলার খবর
শিবের মাথায় জল ঢালতে প্লাস্টিক ঘটের ব্যবহহার, গঙ্গা দূষণ নিয়ে চিন্তায় প্রশাসন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শ্রাবণী মেলায় প্লাস্টিকের ব্যবহার রুখতে তৎপর- প্রশাসন। নির্দিষ্ট পরিমাপের নিচে প্লাস্টিকের ব্যাগ বন্ধ করা হয়েছে সরকারি তরফে। কিন্তু তারই মধ্যে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাওয়া বেশিরভাগ পূণ্যার্থীদের দেখা যাচ্ছে প্লাস্টিকের ঘটে করে জল নিয়ে যেতে। এর ফলে বিপাকে পড়েছেন মাটির ঘট তৈরি শিল্পীরা।
বাজার জুড়ে ছেড়ে রয়েছে প্লাস্টিকের ঘট। বেশিরভাগ পূণ্যার্থীরাই প্লাস্টিকের ঘট নিয়ে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে। জল ঢালা হয়ে গেলে সেই ঘট গুলিকে অনেকেই ভাসিয়ে দেন গঙ্গায়। যার ফলে বাড়ে গঙ্গা দূষণের সমস্যা। কিন্তু অপরদিকে মাটির ঘট ব্যবহার করলে এই সমস্যা থেকে রেহাই মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অতীতে সমস্ত পূণ্যার্থী কাঁধে করে মাটির ঘড়ায় জল ভরে বাঁক নিয়ে যেত বাবার মাথায় জল ঢালতে। এবং সেই ঘট জলে ভাসিয়ে দিলেও সে মাটি আবারও মিশে যেত পরিবেশের সঙ্গে। ইদানিং কালে প্লাস্টিকের ঘট আসায় একইসঙ্গে ক্ষতি হচ্ছে পরিবেশ ও মাটির পাত্র তৈরির কারিগরদের।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ‘রিসর্ট রাজনীতি’ বিতর্ক, টুইটে খোঁচা অভিষেকের
মাটির পাত্র তৈরির পেশায় যুক্ত এক কারিগর জানান, আগে যে পরিমাণ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত ছিল তার সিকি ভাগও টিকে নেই বর্তমানে। বাজারে প্লাস্টিকের ঘট আশায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। শেওড়াফুলির বাজার এলাকায়
আগে যেখানে ৫০- ৬০ জন যুক্ত ছিল এই পেশার সঙ্গে সেখানে বর্তমানে মাত্র চার জন রয়েছেন এই কাজে। নতুন করে আর এই কাজের সাথে কেউই যুক্ত হতে চাইছেন না বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা, মোদি-শাহকে সঙ্গে নিয়ে মনোয়ন পেশ ধনখড়ের
এরই মধ্যে কিছু পূণ্যার্থীরা রয়েছেন তাঁরা জানাচ্ছেন, প্লাস্টিকের ঘটে জল নিয়ে যেতে সুবিধা হয়। তাই অনেকে প্লাস্টিকের ঘট কেনে। অন্যদিকে আরও কিছু পুণ্যার্থী তাঁরা জানাচ্ছেন, বৈদিক নিয়মে মাটির ঘটের ব্যবহারের কথাই লেখা রয়েছে। শিবের মাথায় জল ঢালতে গেলে তা মাটির ঘটে জল নিয়ে যাওয়ায় উচিত বলে মনে করছেন ভক্তরা।