হনুমান জয়ন্তীতে করুন এই কাজগুলি, সমস্ত বাধা যাবে দূর হয়ে
Connect with us

ভাইরাল খবর

হনুমান জয়ন্তীতে করুন এই কাজগুলি, সমস্ত বাধা যাবে দূর হয়ে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘সংসার’ চার অক্ষরের ছোট্ট শব্দ হলেও এর ভার অনেকখানি। তাইতো মাঝেমধ্যে সংসার জীবনের মোহমায়া-অশান্তি থেকে মুক্তি পেতে আমরা সকলেই ঈশ্বরের শরণাপন্ন হয়। তবে শুধু ঈশ্বরকে ডাকলেই হবে না। ভালো কিছু কাজ করলে এবং ভক্তি নিষ্ঠা ভরে ঠাকুরের শরণ করলে অবশ্যই সংসার জীবনের অশান্তি থেকে পেতে পারেন আপনি মুক্তি।

এইজন্য নিয়ম মেনে পুজো করলে দূর হবে যাবতীয় বাধাবিঘ্ন। তাই তো সংসার সুখের গড়তে হনুমান জয়ন্তীতে নিয়ম মেনে করুন হনুমানের পুজো। ভাগ্য সহায় হবে আপনার। সাধারণত চৈত্র মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। এই তিথিতে হনুমানের পুজো করলে সমস্ত বাধাবিঘ্ন দূর হয়। কাঙ্খিত ফল লাভ হয়। এদিন বজরংবলীর পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এ ছাড়াও এদিন কিছু বিশেষ উপায় করলে সমস্ত সমস্যা দূর করা যায়। হনুমান জয়ন্তীর দিনে অল্প একটু সিঁদুর নিয়ে কয়েকটি উপায় করলে ভাগ্য চমকে যেতে পারে। কী উপায়ে করবেন জেনে নিন—

১. ঘি-তে সামান্য সিঁদুর মিশিয়ে সেই মিশ্রণের প্রলেপ বজরংবলীর গায়ে মাখালে বজরংবলী প্রসন্ন হন। ও নিজের ভক্তদের ভয় এবং বাধা থেকে মুক্ত করেন।
২.ঘিয়ে মেশানো সিঁদুর দিয়ে কাগজে একটি স্বস্তিক আঁকুন। এই কাগজটিকে বজরংবলীর হৃদয়ে লাগিয়ে নিজের লকারে রেখে দিন। এর ফলে অনাবশ্যক ব্যয় কমবে ও অর্থ বৃদ্ধি পাবে।
৩.যেসব মেয়েদের বিয়েতে বাধা আসছে, তাঁরা বজরংবলীর চরণে সামান্য সিঁদুর অর্পণ করে শীঘ্র বিয়ের জন্য তাঁর কাছে প্রার্থনা করুন। এর পর মাথায় এর তিলক করুন। শীঘ্র বিবাহ সম্পন্ন হবে।

Advertisement

আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরে ধরতে পারে ফাটল! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

৪. সরষের তেলের মধ্যে সিঁদুর মিশিয়ে বজরংবলীকে লাগান। তার পর বাড়ির প্রবেশদ্বার ও বাড়ির অন্যান্য প্রবেশকক্ষের দরজায় সেই সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বানান। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। পাশাপাশি অর্থ বৃদ্ধি হবে। সংসারে সুখ শান্তি ফিরে আসবে।

৫. সংকট মুক্তির জন্য ৫ মঙ্গলবার এবং ৫ শনিবার চামেলির তেল এবং সিঁদুর অর্পণ করুন বজরংবলীকে। এর পর ছোলা ও গুড়ের ভোগ নিবেদন করুন। দরিদ্রদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দিন। দেখবেন খুব শীঘ্রই শুভ ফল লাভ করবেন।

Advertisement

আরও পড়ুন: কাঠফাটা গরমের মধ্যেই বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি, তারপর যা হল…

৬. চাকরি লাভের জন্য বজরংবলীর পায়ে সিঁদুর অর্পণ করুন ও সাদা কাগজে স্বস্তিক আঁকুন। এই কাগজ সব সময় নিজের কাছে রাখবেন, এর ফলে সমস্ত সমস্যা দূর হবে।

৭. ঋণমুক্তির জন্য চামেলির তেলে সিঁদুর মিশিয়ে নিন। নিজের বয়সের সমসংখ্যক অশ্বত্থ পাতা নিয়ে তাতে সেই সিঁদুর দিয়ে রাম লিখে বজরংবলীকে অর্পণ করুন। শীঘ্র ঋণমুক্ত হবেন। 

Advertisement