বাংলার খবর
কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড এলাকা, গাছ চুরির অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার বিকেলের দিকে হঠাৎ করে আছড়ে পড়ে কালবৈশাখী ঝড়। আর তাতেই গাছ চুরির অভিযোগ উঠল এলাকায়। ঘটনাস্থল বীরভূম জেলার সিউড়ির আড্ডা কুতুরা গ্রাম।
জানা গিয়েছে, বীরভূমের সিউড়ি থানার আড্ডা কুতুরা গ্রামের রাস্তার ধারে থাকা গাছ চুরির অভিযোগ উঠেছে। এদিন সকালে ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে, বেশকিছু মানুষজন গ্রামের তৃণমূল বুথ সভাপতির সামনেই গাছ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এমনকি যে সকল গাছ ঝড়ে ভেঙে পড়েছিল সেগুলি ছাড়াও বেশকিছু গাছ কেটে নিয়ে যেতে দেখেন তাঁরা।
আরও পড়ুন: বাড়িতে ভূতের উপদ্রব! রক্ষা পেতে যা করলেন গৃহকর্তা
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শোরগোল পড়ে যায় এলাকায়। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে বুথ সভাপতির দাবি, যে সমস্ত গাছের ডালপালা ভেঙে পড়েছিল সেই সকল ডালপালা নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় ক্লাবে কাজে লাগানোর জন্য। যদিও এই ভাবে গাছ নিয়ে যাওয়া অপরাধ বলেও তিনি স্বীকার করেছেন।
অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি এক নম্বর ব্লকের বিডিও বলেন, ”আমরা বিষয়টি শুনেছি এবং তা শোনার পর পুলিশকে খবর দিই। পুলিশ গিয়ে সেই সকল গাছ বাজেয়াপ্ত করেছে।”
আরও পড়ুন: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, সোয়েটার পরে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের
বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ভাবে গাছ নিয়ে যাওয়া অপরাধ। দলের কিছু মানুষের জন্য এইভাবে দলের বদনাম হচ্ছে। অন্যদিকে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, তৃণমূলের বন দফতর আর দলীয় দফতর সব এক। তাই তারা এই কাজ করছেন।