বাংলার খবর
মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন! ৪ শিশুকে বাঁশের সঙ্গে হাতে-পা বেঁধে উত্তম-মধ্যম প্রহার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বর্তমান যুগে দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতার ঘটনার সাক্ষী রইল মেদিনীপুর! ৪ শিশুকে বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে উত্তম-মধ্যম প্রহারের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত জবা গ্রামে। অভিযোগ ট্রাক্টরের পার্টস চুরি করেছে এই শিশুগুলি।
আর তার ফলেই বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে পেটাচ্ছেন রবিয়াল খান নামে এক ব্যক্তি! ওই শিশুদের রিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগে দায়ের করা হয়েছে গড়বেতা থানায়। আহত শিশুদেরকে চিকিৎসার জন্য আনা হয় গড়বেতা হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এই ঘটনা নিয়ে গরবেতা ১ নম্বর ব্লকের বিডিও ওয়াসিম রেজা বলেন, ‘অভিযোগ পেয়েছি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে শিশুগুলোকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গড়বেতা হাসপাতালে। বর্তমানে ওই শিশুরা হাসপাতালে চিকিৎসাধীন।’ অপরদিকে, শিশুদের উপর নির্মম অত্যাচার চালানোর অভিযোগে রবিয়াল খান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে গরবেতা থানা। ৪ শিশুকে মারধরের ভিডিও ভাইরাল হতেই শিউরে উঠেছেন অনেকেই।
এক শিশুর অভিভাবক জানিয়েছেন, ‘আমরা মাঠে কাজ করছিলাম। ছেলেকে মারধর করার খবর পেয়েই ছুটে এসে দেখি চার জনের হাত-পা বেঁধে মাটিতে ফেলে রেখে হুমকি দেওয়ার পাশাপাশি মারা হচ্ছে।’ ওই চার শিশুর মধ্যে অভিযুক্ত বরিয়াল খানের নিজের ছেলেও ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত বরিয়ালকে শনিবার আদালতে তোলা হবে।