বাংলার খবর
কাঁকিনাড়ায় রেল অবরোধে ভোগান্তি নিত্য যাত্রীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২৬ জানুয়ারি ছুটির দিন কাটিয়ে অফিস যাওয়ার জন্য যখন নিত্যযাত্রীরা স্টেশনে পৌঁছলেন, তখন দেখলেন ট্রেন অবরোধ। শিয়ালদহ মেইন শাখায় কাঁকিনাড়া স্টেশনে বৃহস্পতিবার সকালে রেল অবরোধ করেন মিলের শ্রমিকরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কাঁকিনাড়া মিলে গিয়ে শ্রমিকরা দেখেন কর্তৃপক্ষের তরফ থেকে গেটে তালা ঝুলিয়ে ওয়ার্ক সাসপেনশনের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তারপরেই শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিবাদ জানানোর জন্য তাঁরা রেল অবরোধ করেন।
এর ফলে নৈহাটি লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর মেইন শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে রেল পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, মিল খোলার আশ্বাস না পেলে তাঁরা অবরোধ তুলবেন না। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। তবে অবরোধ যে কারণেই হোক না কেন, সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।