নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে CBI দফতরে হাজিরার নির্দেশ
Connect with us

বাংলার খবর

নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে CBI দফতরে হাজিরার নির্দেশ

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের পার্থ চট্টোপাধ্যায়কে CBI তলব। বুধবার সন্ধ্যা ৬’টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। এর আগেও ১২ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ইতিমধ্যেই নিজাম প্যালেসের CBI দফতরে হাজিরা দিয়েছেন SSC কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। এই কমিটির বাকি সদস্যদেরও একইসঙ্গে হাজিরা দেওয়া কথা বলা হয়েছিল। তাঁরাও একে একে নিজাম প্যালেসে পৌঁছন এদিন।

বুধবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় SSC নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময় বলেন, ”যাবতীয় দুর্নীতি সামনে আসার পর তৎকালীন শিক্ষামন্ত্রী ও বর্তমানে যে পদেই থাকুন সেই ব্যাক্তিকে সমস্ত পদ থেকে দেওয়া উচিত। আবার এই দুর্নীতির দায় মাথায় নিয়ে তাঁরও পদত্যাগ করা উচিত।”

Advertisement

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সভা শেষে ফেরার পথে দুর্ঘটনা, আশঙ্কাজনক তৃণমূলের পৌরপ্রধান সহ ২

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ জানায়, তদন্তে সহযোগিতা না করলে গ্রেফতার করা হতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পার্থ চট্টোপাধ্যায়কে সব পদ থেকে অব্যহতি দেওয়া হোক বলেও জানান বিচারপতি।

আরও পড়ুন: ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ ছেলে, অথৈ জলে পরিবার

Advertisement

রাজ্যপাল জগদীপ ধনখড় (West Bengal Governor Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee, West Bengal Chief Minister) কাছে এই মর্মে সুপারিশও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.