বাংলার খবর
Big Breaking:সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। সূত্র মারফৎ এমনটা জানা গিয়েছে।
স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দময় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওইদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখে। একইসঙ্গে এসএসসি নিয়োগ সংক্রান্ত ৭টি মামলা ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই বলে মন্তব্য করে ডিভিশন বেঞ্চ।
ডিভিশন বেঞ্চ মামলা সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দিলে সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন বুধবার সন্ধ্যে ৬টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজির হতে হবে। ওই সময়ের মধ্যে সিবিআইয়ের কাছে না পৌঁছলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থকে নিজেদের হেফাজতে নিতে পারবে বলেও জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই মতো, বুধবার সন্ধ্যায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করল ডিভিশন বেঞ্চ, শুনানি শুক্রবার
এর পরও সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আবেদনে পদ্ধতিগত ভুল থাকায় সেই মামলা গ্রহণ করতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ। এর পর আবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই মামলা থেকে অব্যাহতি নেন দুই বিচারপতি। এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের দুই আইনজীবীকে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: পুলিশি ঘেরাটোপে বিমানবন্দর থেকে নিজাম প্যালেসে পরেশ অধিকারী, নির্দেশ আদালতের
এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। হাই কোর্টের রেজিস্টার জেনারেল মারফত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে এই আর্জি জানিয়ে মেল করা হয়। এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।