বাংলার খবর
বীরভূমের রামপুরহাটে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে: পার্থ চট্টোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বীরভূমের রামপুরহাট এলাকায় দুই শিশু ও মহিলা সহ দশজনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি। একসঙ্গে এতজনের মৃত্যু নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে BJP সহ বিরোধী দলগুলি। চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখতে রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় কিংবা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) উপর ভরসা রাখতে পারেননি মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, সোমবার রাতে ঠিক কি হয়েছিল এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকা পর্যবেক্ষণের জন্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপরই ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বীরভূমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুধু তাই নয় পরিস্থিতি জানতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: উপপ্রধান খুনে উত্তপ্ত রামপুরহাটের বগটুই, আগুনে পুড়ে মৃত অন্তত ১০ জন
অন্যদিকে বীরভূমের ঘটনা নিয়ে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে, পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”বীরভূমের রামপুরহাটে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। এটা বড় ধরনের একটা রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। ইতিমধ্যেই আইসি এবং SDPO রামপুরহাটকে ক্লোজ করা হয়েছে। আইজি বর্ধমান রেঞ্জ ও বীরভূমের পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছেন। সরকার স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে। এডিজি সিআইডি এর নেতৃত্বে রয়েছেন। মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়েছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সকলের কাছে আবেদন শান্তি বজায় রাখুন।”
এদিকে সকাল থেকেই পোড়া বাড়িগুলি থেকে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। যদিও স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ সোমবার রাতের ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। তবে এই বিষয়ে এখনও কিছু বলেননি রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: নিউ আলিপুরের রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন, চাঞ্চল্য এলাকায়
প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তিনি নিজের গ্রাম বগটুইয়ে ১৪ নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। সেই সময় কয়েক জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। রাতের অন্ধকারে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।