মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নির্ধারিত সময়ের আগেই মুলতুবি সংসদের অধিবেশন
Connect with us

দেশের খবর

মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নির্ধারিত সময়ের আগেই মুলতুবি সংসদের অধিবেশন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্বালানির দাম বৃদ্ধিতে সংসদে সরব বিরোধীরা। নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ করে দেওয়া হল সংসদের অধিবেশন। শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও তার একদিন আগেই মুলতুবি করে দেওয়া হল অধিবেশন।

এদিকে আগে থেকেই কেন শেষ করে দেওয়া হল অধিবেশন প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অগ্নিমূল্য জ্বালানি, বাড়ছে দৈনন্দিন জিনিসের দাম। সংসদে এই নিয়ে সরব হতে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হল রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন। ১৭ দিনে পেট্রোলের দাম বেড়েছে ১০.৪৫ টাকা। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দাম। দেশের বিভিন্ন রাজ্যে সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রল। জ্বালানির এই ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস ওঠার যোগার আমজনতার।

বৃহস্পতিবার রাজ্যসভায় গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলির বিতরণ ব্যবস্থা (বেআইনি কার্যকলাপের নিষেধাজ্ঞা) সংশোধনী বিল ২০২২ নিয়ে আলোচনা করার কথা ছিল। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এবং মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির সদস্য নির্বাচনের প্রস্তাব উত্থাপনের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কাজ নিয়েও উচ্চকক্ষে আলোচনা করার কথা ছিল।

Advertisement

আরও পড়ুন: রুশ-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ ভারত, জাতীয় স্বার্থই প্রাধান্য পাবে দাবি মোদির

অন্যদিকে, এদিন লোকসভায় দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নতি এবং কি কি হচ্ছে সেই বিষয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু বাজারে তেল থেকে শুরু করে সবকিছুর অগ্নিমূল্যের জেরে সংসদের অধিবেশন শেষ হওয়ার একদিন আগেই রাজ্যসভা এবং লোকসভার দুই অধিবেশনই মুলতুবি করে দেওয়া হল।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উপহার, নতুন ১৩টি জেলা পেল এই রাজ্য

Advertisement

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বুচা শহরের গণ হত্যাকাণ্ড সামনে আসার কয়েকদিন পর ইউক্রেনের যুদ্ধ নিয়ে বলতে গিয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় বলেছিলেন যে, ‘ভারত প্রথম থেকেই এবং সর্বাগ্রে দৃঢ়ভাবে সংঘর্ষের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করি যে, রক্ত ঝরিয়ে এবং নিরপরাধ জীবনের মূল্য দিয়ে কোনও সমাধান পাওয়া যাবে না। এই দিন এবং যুগে,সংলাপ এবং কূটনীতি যেকোনো বিরোধের সঠিক উত্তর।”