দেশের খবর
সূর্যের কাছাকাছি পৌঁছে গেল পার্কার! সূর্যের রহস্যভেদ নিয়ে আশাবাদী নাসা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মঙ্গল এবং চাঁদে আগেই পৌঁছে গিয়েছিল। যার ফলে মঙ্গল এবং চাঁদের বিষয়ে বিভিন্ন তথ্য উদ্ঘাটন হয়েছিল। এবার নাসা পৌঁছে গেল সূর্যের কাছাকাছি। ২০১৮ সালে সৌর অভিযানের জন্য একটি জান পাঠিয়েছিল নাসা। তার নাম ‘পার্কার’। জানা গিয়েছে, সূর্যের রহস্য খুব তাড়াতাড়ি সামনে আনতে চলেছে ‘পার্কার’।
মঙ্গল এবং চাঁদের বিষয়ে জেনেছি এবার সূর্যের বিষয়ে জানতে পারা যাবে নাসার তৈরি “পার্কার” এর দৌলতে। সেই আশাতেই দিন গুনছে গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীরা। পৃথিবীর খুব কাছের নক্ষত্র সূর্য। এর আগে অনেকবার সূর্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এতদিনে অবশেষে সেই সাফল্য পাওয়া গেল। পার্কার সূর্যকে ছুঁয়ে সৌর নমুনা এবং সৌর চৌম্বক ক্ষেত্রের নমুনা সংগ্রহ করেছে। ফলে উপকৃত হবে উপগ্রহ নির্ভর দেশগুলো। এছাড়াও ছায়াপথের অন্য নক্ষত্র গুলোর রহস্যও খুব তারাতারি সামনে আসবে।
হাবার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের সঙ্গে যুক্ত থাকা বিজ্ঞানী দিব্যেন্দু নন্দী জানিয়েছেন, পার্কারের উদ্দশ্য সৌর হাওয়ার রহস্য জানা। সৌর হাওয়ার রহস্য জানতে পারলেই ঋতু পরিবর্তনের বিষয়ে আরও অনেক নতুন তথ্য উদ্ঘাটন হবে। এছাড়াও বায়ু মণ্ডলের পরিবর্তনের তথ্য পাওয়া যাবে পার্কারের রহস্য ভেদের জন্য। এছাড়া সূর্য কিভাবে অন্য গ্রহের বিবর্তন ঘটায় এবং সূর্য কিভাবে তৈরি হয়েছে, তার তথ্যও উদ্ঘাটন হবে বলে আশাবাদী নাসার বিজ্ঞানীরা।