বাংলার খবর
উত্তর দিনাজপুরের প্যারা টিচাররা যোগ দিলেন তৃণমূলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে এবং মুখ্যমন্ত্রীই তাঁদের দাবি দাওয়া পূরন করতে পারবেন- এই বিশ্বাস থেকেই উত্তর দিনাজপুর জেলায় একাধিক হাইস্কুলের প্যারা টিচাররা শুক্রবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
তৃণমূলে যোগ দেওয়া প্যারা টিচারদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি প্রসূণ দত্ত সহ শীর্ষ নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসে যোগদানকারী প্যারা টিচার সৌম্য গুহ জানিয়েছেন, ‘রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সর্বস্তরের মানুষের কল্যান করে চলেছেন। বিশেষ করে শিক্ষকদের এবং শিক্ষাক্ষেত্রে তাঁর উন্নয়ন নজিরবিহীন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে অনুপ্রানিত হয়ে শিক্ষাক্ষেত্রের উন্নয়নে তাঁর পাশে দাঁড়াতে এবং নিজেদের দাবি দাওয়া পূরণে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদনও করব।’ প্যারা টিচাররা জানান, ‘একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন কীভাবে রাজ্যের উন্নয়ন করা যায়। তাই আমরা আজ থেকে তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত হলাম।’ তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি প্রসূণ দত্ত বলেন, ‘দলে যাঁরা এসেছেন তাঁদের সকলকেই স্বাগত। সকলে মিলে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করব।’