বাংলার খবর
অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক বাড়ছে লালগড়ে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ঝাড়গ্রাম জেলার লালগড়ের লক্ষনপুর, কুমিরকাতা, কন্যাবলি, গঙ্গাদাসপুর- এই সব গ্রামের মানুষজনের এখন ঘুম ছুটেছে। অজানা জন্তুর আতঙ্কে এবার জঙ্গলে যাওয়া বন্ধ করলেন গ্রামবাসীরা।
খুব প্রয়োজন না থাকলে জঙ্গলে ঢুকতে চাইছেন না কেউ। গবাদি পশু সব গোয়ালেই বেঁধে রেখেছেন তারা। সোমবার নতুন করে পায়ের ছাপ দেখা যায় জলাশয়ের ধারে। মনে করা হচ্ছে ভোরের দিকে জল খেতে এখানে এসেছিল। রাতে বৃষ্টি হওয়ায় ভিজে মাটিতে পায়ের ছাপ স্পষ্ট দেখতে পাওয়া যায়। পাশাপাশি গ্রামের আরও একজন একঝলক দেখতে পায় জন্তুটিকে। তাদেরও মতে, এটা বাঘ হতে পারে। বনদফতর গোটা বিষয়টার উপর নজর রাখছে। খাঁচা, জাল সমস্ত কিছুই প্রস্তুত রাখা হয়েছে। পায়ের ছাপ, ছাগলের মৃতদেহ পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। বিশেষজ্ঞরা কী বলেন, সেই অনুযায়ী ব্যাবস্থা নেবে বনদফতর। তবে এলাকাবাসী আতঙ্কে জঙ্গলে যাওয়া বন্ধ করেছে।