বাংলার খবর
শিলিগুড়ি স্টেশনে বোমাতঙ্ক, ট্রেনের কামরায় পরিতক্ত সুটকেসকে ঘিরে আতঙ্ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য প্রস্তুতি চলছে। প্রস্তুতির পাশাপাশি দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশে যাতে কোনও নাশকতা না হয়, তার জন্য সক্রিয় হয়েছে প্রসাসন। ঠিক সেই প্রজাতন্ত্র দিবসের আগে পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক শিলিগুড়ি রেল স্টেশনে।
রবিবার দুপুরে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে জংশনে আসা একটি প্যাসেঞ্জার ট্রেনের ডি-৩ কামরায় একটি সুটকেস পড়ে থাকতে দেখা যায়। আর এই সুটকেস ঘিরেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ বাহিনী। পৌঁছয় বম্ব স্কোয়াডও। তড়িঘড়ি ডি-৩ বগির থেকে অন্যান্য বগিগুলি আলাদা করে দেওয়া হয়।
এরপর বগিটিকে গুলমায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। কে বা কারা সুটকেসটি ওই কামরায় রেখে গিয়েছে, তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এর জেরে এদিন অন্যান্য ট্রেনের গতিবিধি কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।