বাংলার খবর
পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার প্যাঙ্গোলিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হল বিরল প্রজাতির প্যাঙ্গোলিন। বুধবার মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বাজারের পাশে চরক ময়দান এলাকার একটি পরিত্যক্ত কুয়োর ভিতরে ওই প্যাঙ্গোলিনটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
এদিকে প্যাঙ্গোলিন উদ্ধারে খবর চাউর হতেই কুয়োর কাছে প্রচুর মানুষজন ভিড় করতে শুরু করেন। খবর পেয়ে এলাকায় আসেন চালসা রেঞ্জের বনকর্মী সহ মেটেলি থানার পুলিশ। পরে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের কর্মীরা।
আরও পড়ুন: শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় শিক্ষক
প্যাঙ্গলিনটি যে কুয়োয় ছিল সেই কুয়োয় জল ছিল না। দীর্ঘদিন সেটি ওই কুয়োর মধ্যে পড়ে ছিল। পরে সকলে মিলে প্যাঙ্গলিনটিকে কুয়ো থেকে উদ্ধার করে।
আরও পড়ুন: ফের মাওবাদী যোগ, গ্রেফতার ১
এরপর খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যায়। খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গিয়েছে,প্যাঙ্গোলিনটকে প্রাথমিক চিকিৎসার পর তার বাসস্থানে ছেঁড়ে দেওয়া হবে। তবে কি করে কুয়োর মধ্যে প্যাঙ্গোলিনটি এলো তা সঠিক ভাবে জানা না গেলেও স্থানীয় বাসিন্দাদের অনুমান,পাশের পানঝোরা জঙ্গল থেকেই সেটি আসতে পারে।