কাঁচাবাদামের সুরে রমজানের গান, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জনপ্রিয় ইউটিউবার
Connect with us

আন্তর্জাতিক

কাঁচাবাদামের সুরে রমজানের গান, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জনপ্রিয় ইউটিউবার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘কাঁচাবাদাম’… বাংলার বীরভূমের ভুবন বাদ্যকরের গাওয়া এই গান ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এই গান যে সকলের মনে একটা ভালো জায়গা করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

ভুবন বাদ্যকরের গাওয়া এই গানের তালে সুর মেলাননি বা কোমর দোলাননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর ব্যাপার। অভাব-অনটনের সংসারে বাদাম বিক্রি করতে গিয়ে ”বাদাম বাদাম দাদা, কাঁচাবাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম”… গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সমাদরও পাচ্ছেন সমাজের বিভিন্ন প্রান্ত থেকে। শুধু কাঁচাবাদামেই থেমে থাকতে চান না ভুবন বাদ্যকর। ভবিষ্যতে আরও সুন্দর-সুন্দর মজার গান বাঁধার ইচ্ছা রয়েছে তাঁর।

আরও পড়ুন: ভারতের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে বাণিজ্যচুক্তি, মোদির মন পসন্দ খিচুড়ি রান্না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

Advertisement

এদিকে সারা পৃথিবী যখন ভুবন বাদ্যকরকে নিয়ে ব্যস্ত তখন তাঁর গানের সঙ্গে মিলিয়ে গান করে নেটিজেনদের কাছে জনপ্রিয় হতে গিয়ে তুমুল ট্রোলের শিকার হলেন এক পাক ইউটিউবার। জানা গিয়েছে, ভুবন বাদ্যকরের গাওয়া কাঁচাবাদামের সঙ্গে সুর-তাল মিলিয়ে রমজান নিয়ে গান করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েন পাকিস্তানের শিল্পী ইয়াসির সোহরাওয়ার্দী।

Advertisement

ইয়াসিরের গাওয়া গানটির বাংলা করলে দাঁড়ায়- ‘আমার ময়না (পাখি) বলে আমিও রোজা রাখবো, বিড়ালও বলে ইফতার আমি করবো, রোজা রাখবো আমি…রোজা রাখবো আমি…রমজান রমজান ওহ রমজান রমজান…।’

আরও পড়ুন: Viral Video: হাতির সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা, তারপর যা হল…

 

Advertisement

ইয়াসির সোহরাওয়ার্দী তাঁর দেশে (Pakistan) উদ্ভট ভাইরাল ভিডিওর জন্য বিখ্যাত। তিনি রমজানের গানের নাম দিয়েছেন ‘রোজা রাখুঙ্গা। অনেকেই বলছেন, ইয়াসির মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন। আবার কেউ কেউ গানে পশুর শব্দ নকল করায় ইয়াসিরকে নিয়ে মজাও করেছেন।

Advertisement