আন্তর্জাতিক
ইউক্রেন ছাড়তে মরিয়া চেষ্টা, তেরঙা ব্যবহার করেই সীমান্ত পার করছেন পাকিস্তানি পড়ুয়ারা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অব্যাহত রুশ-ইউক্রেন দ্বন্ধ (Russia Ukraine)। নবম দিনে পড়ল রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ। কান পাতলেই চারিদিক থেকে শুধু ভেসে আসছে সাইরেন আর বোমাগুলির শব্দ। চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটছে ইউক্রেনবাসীর। নিস্তার নেই সেদেশে পাঠরত ভারত (India) সহ পাকিস্তান (Pakistan)-তুর্কিস্তানের পড়ুয়াদের।
যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ঘরে ফেরার তাড়নায় ভারতীয় পতাকা ব্যবহার করে ইউক্রেনের সীমানা পার করার চেষ্টা করছেন পাকিস্তান এবং তুরস্কের পড়ুয়ারা। রোমানিয়ার (Romania) বুচারেস্ত শহরে পৌঁছনোর পরে এমন কথায় জানালেন ভারতীয় পড়ুয়ারা। জানা গিয়েছে, ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে কেন্দ্রীয় মন্ত্রী জি.কিষাণ রেড্ডি(G.Kishan Reddy) তাঁদের দেশের পতাকা ব্যবহার করে বাসে ওঠার কথা জানিয়েছিলেন। যাতে ভারতীয় পড়ুয়ারা সেদেশ থেকে নিরাপদে সীমান্ত পার করতে পারে।
জানা গিয়েছে, এই কথা শোনার পরই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরতে সীমান্তে ভারতীয় পতকা ব্যবহার করছেন পাকিস্তানি এবং তুরস্কের পড়ুয়ারাও। শুধু তাই নয়, ইউক্রেনে আটকে রয়েছেন এখনও বহু ভারতীয় সহ অন্যান্য দেশের পড়ুয়ারা। এদিন তাঁরাই সীমান্ত পার করে রোমানিয়ার বুচারেস্ত শহরে পৌঁছানোর পর জানিয়েছেন, বেশকিছু পাকিস্তানি এবং তুরস্কের ছাত্র-ছাত্রী ভারতীয় পতাকা ব্যবহার করে সীমানা পার করছেন। এমনটাই দাবি তাঁদের। এদিকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, অপারেশন গঙ্গার (Operation Ganga) বিশেষ বিমানে পোল্যান্ড, হাঙ্গেরি এবং রোমানিয়া সীমান্ত দিয়ে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। যদিও এখনও সেদেশে আটকে রয়েছেন বহু ভারতীয়। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার রাতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে পোল্যান্ড (Poland) হয়েও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয়রা।