গদি রক্ষা হল ইমরানের, পাক সংসদে খারিজ অনাস্থা প্রস্তাব
Connect with us

আন্তর্জাতিক

গদি রক্ষা হল ইমরানের, পাক সংসদে খারিজ অনাস্থা প্রস্তাব

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নানা টালবাহনার পর অবশেষে গদি রক্ষা হল Pakistan-এর প্রধানমন্ত্রী ইমরান খানের। তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিল পাক ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী Imran Khan এর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাকিস্তানের সংবিধানের ৫ নম্বর ধারার বিরোধী। তাই এ যাত্রায় বেঁচে গেলেন তিনি। যদিও এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে ইমরান খান জানিয়েছেন, বহিরাগত শক্তির ষড়যন্ত্র বানচাল হয়ে গিয়েছে। তিনি আরও জানান, বহিরাগত শক্তি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। সংসদে প্রস্তাব খারিজ। ফের ভোট হোক। দেশের মানুষ পরবর্তী সরকার ঠিক করুক।

আরও পড়ুন: SriLanka Crisis: লঙ্কায় জ্বলছে আগুন, জনরোষ সামাল দিতে সোশ্যাল মিডিয়ার উপর জারি নিষেধাজ্ঞা

Advertisement

তিনি আরও জানান, ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে ভোট নেওয়া হোক। যদিও এই ঘটনায় ইমরান খানের বিরোধিতা করে পাক সুপ্রিম কোর্টে যাচ্ছেন বিরোধীরা। অধিবেশনের শুরুতেই নাটকের নতুন অঙ্ক রচিত হয়। দেখা যায় বিরোধীরা ইমরানের আগে সংসদের ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। এর পরই ইমরানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব আনা হয়। সেই সময় সংসদে ইমরানের দলের মোটে ২২ জন প্রতিনিধি উপস্থিত। হাজির ছিলেন না ইমরানও।

আরও পড়ুন: তালিবানের নয়া ফরমান, পুরুষসঙ্গী বিনা মিলবে না বিমান সফরের অনুমতি

পাকিস্তানের সংসদে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার। তার পরই জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। জানিয়ে দিলেন, রাষ্ট্রপতির কাছে সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করবেন তিনি।একইসঙ্গে দ্রুত নির্বাচনের প্রস্তাবও দেন।

Advertisement

Advertisement