গদি কি বাঁচাতে পারবেন, চিন্তায় ইমরান খান
Connect with us

আন্তর্জাতিক

গদি কি বাঁচাতে পারবেন, চিন্তায় ইমরান খান

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বহু আশা নিয়ে, পাকিস্তানের মানুষকে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু ইমরান খান ক্ষমতায় আসার পরেও পাল্টায়নি পাকিস্তানের সার্বিক চিত্র। বরং প্রবল্ভাবে অর্থনৈতিক সংকটে ভুগতে শুরু করে দেশটি। প্রবল আর্থিক সংকট বেড়ে যাওয়ায় ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পত্রের দাম ব্যপক বাড়তে শুরু করেছে।

এদিকে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবি উঠছে। এমনকি মূল্য বৃদ্ধির প্রতিবাদে বারবার উত্তাল হয়ে উঠছে পাকিস্তান। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন পাকিস্তান মুসলিম লিগ এবং পাকিস্তান পিপলস পার্টির প্রায় ১০০ জন আইন প্রণেতা।

আইন অনুসারে ৬৮ জন আইনপ্রনেতা যদি আবেদন করে তাহলে অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য পার্লামেন্টের স্পীকার। ফলে আগামী তিন থেকে সাত দিনের মধ্যে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেলেই ক্ষমতা হারাবেন ইমরান খান। অন্যদিকে অনাস্থা প্রস্তাবে পাশ করতে গেলে পাকিস্তানের পার্লামেন্টের ৩৪২ জন সংসদের মধ্যে ১৭২ জন সংসদের ভোট পেতে হবে ইমরান খানকে।

Advertisement

আরও পড়ুন: বাংলাদেশী পড়ুয়াদের উদ্ধারে সাহায্যের হাত বাড়াল ভারত, মোদিকে ‘ধন্যবাদ’ হাসিনার

যদি বিরোধীদল একজোট হলে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে ইমরান খানকে। এখন দেখা যাক ইমরান খান তার নিজের গদি বাঁচাতে পারেন কি না।

Advertisement