আন্তর্জাতিক
দেশে বিদ্যুতের আকাল, অপচয় রুখতে শনি-রবি সরকারি ছুটি ঘোষণা করল পাকিস্তান

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক মাস ধরে ঋণের দায়ে দেউলিয়া হয়ে অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। দেশে জ্বালানি তেল থেকে শুরু বিদ্যুৎ, খাবার সবকিছুরই আকাল দেখা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। শ্রীলঙ্কার মতো ক্রমশ একই অবস্থার দিকে এগোচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তানও।
জানা গিয়েছে, খুব শীঘ্রই শাহবাজ শরিফের দেশে বিদ্যুতের আকাল দেখা দিতে পারে। যার জন্য বিদ্যুতের অপচয় রুখতে এখন থেকে সপ্তাহে ছ’দিন সরকারি কাজকর্ম করার কথা ঘোষণা করেছে পাক সরকার। যার ফলে এবার থেকে পাকিস্তানে শুধু রবিবার নয়, ছুটি থাকবে শনিবারও। বাকি ছয়দিন করা হবে যাবতীয় কাজকর্ম। সেই সঙ্গে বিদ্যুৎ অপচয়ের রাশ টানতে এবার থেকে প্রতিদিন টানা ৩ ঘণ্টা বন্ধ রাখা হবে বিদ্যুৎ পরিষেবা।
সূত্রের খবর, আর্থিক অবস্থাকে চাঙ্গা করতে নেওয়া এই সিদ্ধান্তের ফলে শনিবার করে পুনর্বহাল হতে চলেছে সাপ্তাহিক ছুটি। সরকারি ঘোষণা অনুযায়ী, সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে সরকারি অফিস।
আরও পড়ুন: মোড়কে নয়, সিগারেটের গায়ে লেখা থাকবে সতর্কীকরণ! অভিনব উদ্যোগ এই দেশের
এর মধ্যে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে নমাজের বিরতি। শুক্রবার অফিসের সময়সূচি একই থাকলেও, জুম্মাবারে বাড়িয়ে দেওয়া হয়েছে নমাজ পাঠের সময়। নমাজের জন্য বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত থাকবে বিরতি।
আরও পড়ুন: চিনে বাড়ছে করোনার দাপাদাপি, পানশালায় গিয়ে Covid সংক্রামিত ১৬৬
এর আগে গত ১২ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি বাতিল করেছিল। সরকারি কর্মীদের সপ্তাহে ছয় দিন কাজের নির্দেশ দেন তিনি। পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব জানিয়েছেন, সরকারি অফিসে নতুন করে গাড়ি কেনার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। একইসঙ্গে অফিসে এয়ার কন্ডিশনারের মতো যন্ত্রপাতি ক্রয়ের উপরেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নতুন এই সিদ্ধান্তে অফিসগুলিতে ৪০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে বলে জানান পাক তথ্যমন্ত্রী।