আন্তর্জাতিক
সরকারি কর্মচারীদের বেতন দিতে পারছে না পাকিস্তান!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত কয়েক বছর ধরেই পাকিস্তানে আর্থিক সংকট দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার বিভিন্ন দেশের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। করোনা অতিমারির জন্য সেই আর্থিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকবার চিনের কাছেও সাহায্যের আবেদন করেছেন।
এমনকি শীতকালীন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েও চিনের বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে বৈঠকও করেন ইমরান। এবং পাকিস্তানে বিনিয়োগ করতে আবেদন করেন। পাকিস্তানের আর্থিক পরিস্থিতি এতোটাই খারাপ হয়েছে। জানা গিয়েছে, কোয়েটায় ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে সরকারের ‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এজেন্সি’র কর্মীরা। তাঁদের অভিযোগ, সরকার নির্দিষ্ট সময়ে বেতন দিচ্ছে না। এমনকি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনও দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, সমস্ত বকেয়া দ্রুত মিটিয়ে দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। বকেয়া মিটিয়ে না দিলে গোটা বালোচিস্তানে বিক্ষোভের হুমকিও দিয়েছে তারা।