আফগানিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, মৃত কমপক্ষে ৩০
Connect with us

আন্তর্জাতিক

আফগানিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, মৃত কমপক্ষে ৩০

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারাল ৩০ জন আফগানিস্তানী। এই বিষয়ে আফগানিস্তান প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন যে, পাকিস্তানি বিমান ১৫ এপ্রিল শুক্রবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী, বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে।

শনিবার আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, পাকিস্তানি ওই বিমানগুলি আফগানিস্তানের খোস্ত প্রদেশের স্পুরা জেলার এলাকাগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ঘটনায় অন্তত ২৬ টি পাকিস্তানি বিমান খোস্ত প্রদেশের স্পুরা জেলার মিরপার, মান্দেহ, শাইদি এবং কাই গ্রামে এয়ার স্ট্রাইক করেছে। এই বিষয়ে খোস্ত প্রদেশের তালিবান পুলিশ প্রধানের মুখপাত্র মোস্তাগফার গারবজ ‘সোব পত্রিকাকে’ হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

ওয়াজিরিস্তান অঞ্চলের একটি বৃহৎ জাতিগোষ্ঠী রাজা জামশিদ সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে, হামলায় নারী ও শিশু সহ ৩০ জন নিহত হয়েছে। তবে, গারবজ বলেছেন যে বোমা হামলায় হতাহতের বিষয়ে তিনি অবগত নন।

Advertisement

আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরে যাবেন বাইডেন

অন্যদিকে, শুক্রবার সকাল ৯টার দিকে গর্বজ জেলার মাস্টারবেল এলাকায় তালিবান বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের সংঘর্ষ হয়। এদিকে, TOLO নিউজ টুইট করেছে, ”মিডিয়া রিপোর্টের পাশাপাশি বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারে দেখা গেছে যে পাকিস্তানি বাহিনী শুক্রবার রাতে আফগানিস্তানের পূর্ব কুনার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছে।”

আরও পড়ুন: পয়লা বৈশাখের আগে সুখবর, সকলের জন্য খুলে গেল ভারত-বাংলাদেশের দরজা

Advertisement

যদিও এই ঘটনায় উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি বিমান হামলায় বেশ কয়েকজন সরকার বিরোধী জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি এক গণমাধ্যম। তবে পাকিস্তান সরকার এবং আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। আফগান সংবাদ মাধ্যমের মতে, ”খোস্তে বসবাসকারী ওয়াজিরিস্তানের একজন উপজাতীয় প্রবীণ বলেছেন যে, পাকিস্তানি বাহিনীর বিমান ওই এলাকায় ওয়াজিরিস্তান অভিবাসীদের শিবিরগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে।