দেশের খবর
পদ্মশ্রী ফেরালেন গীতশ্রী! কেন্দ্রীয় সরকারের সম্মান প্রত্যাখ্যান করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ কেন্দ্রের পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন কিংবদন্তি গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার কেন্দ্রের পক্ষ থেকে ফোন করে ৯০ বছরের গায়িকাকে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ফোনেই সন্ধ্যা মুখোপাধ্যায় জানিয়ে দেন, এই সম্মান তিনি নিতে পারবেন না।
এইভাবে প্রস্তাব দেয়ায় তিনি যথেষ্ট অপমানিত বোধ করেছেন। এবং এত বছর পর জীবনের প্রায় সায়াহ্নে এসে পৌঁছে কেন্দ্রীয় সরকারের তাঁকে সম্মান দেওয়ার কথা মনে পড়েছে, তাও আবার পদ্মশ্রী সম্মান! তাই যথেষ্ট অভিমানী তিনি। শ্রোতারাই তাঁর কাছে সব। তাই পদ্মশ্রী ফিরিয়ে দিলেন গীতশ্রী। বাংলা আধুনিক এবং সিনেমায় একাধিক কালজয়ী গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর গান এবং কন্ঠ ইতিমধ্যেই অমরত্ব লাভ করেছে বাঙ্গালীদের মনে। ১৯৭১ সালে ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
এ ছাড়া ২০১১ সালে রাজ্য সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে। তাঁর কন্যা সৌমি সেনগুপ্ত মায়ের ‘পদ্মশ্রী’ প্রত্যাক্ষানের বিষয়ে জানিয়েছেন, ‘১২ বছর বয়স থেকে ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় সঙ্গীতচর্চা করেন। এতবছর পর তাঁকে পদ্মশ্রী দেওয়া অপমানের। এই সম্মান আরও অনেক আগে তাঁর প্রাপ্য ছিল। একজন তরুণ সঙ্গীতশিল্পীকে এই সম্মান দেওয়া হলেও আপত্তির কিছু ছিল না। কিন্তু তাঁর মতো একজন শিল্পীর কাছে এটা অসম্মানের এবং অপমানজনক। তাই তিনি এই সম্মান গ্রহণ করবেন না। ইতিমধ্যেই এই সম্মান তিনি ফিরিয়ে দিয়েছেন। এই পদ্মশ্রী সম্মান তাঁকে পাঠানোর আগে কেন্দ্রের তরফে কোনওরকম যোগাযোগ তাঁর সঙ্গে করা হয়নি।’