খেলা-ধূলা
উমরানের প্রশংসায় প্রাক্তন অর্থমন্ত্রী! দ্রুত ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার দাবি জানালেন পি চিদাম্বরম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার আইপিএলে রোমাঞ্চকর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গুজরাত টাইটানসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ হেরে গেলেও সমস্ত কৃতিত্ব এবং প্রশংসা নিয়ে গেলেন সানরাইজার্সে রাইজিং পেসার উমরান মালিক। উমরান হলেন আইপিএলের ইতিহাসে পঞ্চম ভারতীয় আনক্যাপড বোলার যিনি ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন।
বুধবার গুজরাতের বিরুদ্ধে পেস বোলিংয়ের মাস্টার ক্লাস তৈরি করেছেন উমরান। তরুণ এই স্পিডস্টারকে নিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তরা তাদের উত্তেজনা ধরে রাখতে পারেনি। এমনকি প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও উমরানের বোলিঙে মজেছেন। ২২ বছর বয়সী এই পেসার বুধবার গুজরাতে বিরুদ্ধে হাইস্কোরিং ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে শেষ করেন। প্রথমে শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়াকে ফেরানোর পর ইনিংসের ১৬তম ওভারে বল করতে এসে তুলে নেন ডেভিড মিলার এবং অভিনব মনোহরকে। এরমধ্যে হার্দিক ছাড়া বাকি চারজনকেই বোল্ড করেছেন উমরান।
The BCCI should give him an exclusive coach and quickly induct him into the national team
— P. Chidambaram (@PChidambaram_IN) April 27, 2022
উমরনের একটি বল হার্দিকের কাঁধে আঘাত করে। এবং তার পরের ওভারেই একটি বাউন্সার দিয়ে তাঁকে তুলে নিয়েছিলেন। মালিকের আগুনে পেসের সামনে একটা সময় গুজরাতের হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। বল হাতে মালিকের তেজ সত্ত্বেও, গুজরাত টাইটানস চূড়ান্ত ওভারে বাউন্ডারি মারার সুযোগ পেয়েছিল। এবং রশিদ খান এবং রাহুল তেওয়াটিয়ার একটি অসাধারণ ফিনিশ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের জন্য আরেকটি জয় এনে দিয়েছে। তবুও গোটা ম্যাচের স্পটলাইট ছিল ‘ট্র্যাজিক হিরো’ উমরানের ওপরই।
আরও পড়ুন: এটিকে মোহনবাগানের আবেদনে সাড়া দিয়ে ম্যাচের সময় পরিবর্তন করল এএফসি
তরুণ এই পেসারের পারফরমেন্সে মুগ্ধ দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও। বুধবার উমরানের পারফরমেন্স দেখে তিনি তাঁকে ‘হারিকেন’ আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে তরুণ এই পেসারকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন। প্রবীণ কংগ্রেস নেতার মতে, মালিক তাঁর গতিতে অপ্রতিরোধ্য ছিলেন। এবং তাঁকে এই মরসুমের আইপিএলের সেরা আবিষ্কার হিসাবেও চিহ্নিত করেছেন। তিনি বিসিসিআই-কে পরামর্শ দিয়েছিন, উমরানকে একজন বিশেষ কোচের তত্বাবধানে অনুশীলন করিয়ে ভারতীয় দলে দ্রুত অন্তর্ভুক্ত করার। চিদাম্বরম টুইটারে লিখেছেন, ‘উমরান মালিক হারিকেন।
তার পথে সবকিছুকে উড়িয়ে দিচ্ছে। নিছক গতি এবং আগ্রাসনের একটি দৃশ্য।আজকের পারফরমেন্সের পরে কোনও সন্দেহ নেই যে তিনি আইপিএলের এই সংস্করণের সেরা আবিষ্কার। বিসিসিআই-এর উচিত তাঁকে একজন বিশেষ কোচ দেওয়া এবং দ্রুত জাতীয় দলে অন্তর্ভুক্ত করা।’
We need him in India colours asap. What a phenomenal talent. Blood him before he burns out! Take him to England for the Test match greentop. He and Bumrah bowling in tandem will terrify the Angrez! #UmranMalik https://t.co/T7yLb1JapM
— Shashi Tharoor (@ShashiTharoor) April 17, 2022
এই মরসুমের শুরুর দিকে, যখন মালিকের চার উইকেট সানরাইজার্স হায়দরাবাদকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে সাহায্য করেছিল, তখন কংগ্রেসের আরেক নেতা শশী থারুরও তাঁকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন। থরুর টুইট করে বলেছিলেন, ‘আমাদের যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলে উমরান মালিককে দরকার। কী অসাধারণ প্রতিভা। পুড়ে যাওয়ার আগেই তাকে রক্তাক্ত কর! গ্রিনটপে টেস্ট ম্যাচের জন্য তাঁকে ইংল্যান্ড সফরে নিয়ে যাওয়া উচিৎ। উমরান এবং বুমরা জুটির বিধ্বংসী বোলিং ইংরেজদের ভয় ধরিয়ে দেবে!’
আরও পড়ুন: ২৪-২৫ মে ইডেনের ভরা গ্যালারিতেই আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর
উমরান মালিক এই মরসুমে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন। এবং পার্পল ক্যাপের দৌড়ে যুজবেন্দ্র চাহালের ঠিক পিছনেই রয়েছেন। বুধবার সানরাইজার্স হেরে গেলেও মালিক তাঁর দুর্দান্ত পারফরমেন্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে চলে যান। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে মালিক বলেছেন, ‘লক্ষ্য ছিল যতটা দ্রুত বল করতে পারি। মাঠ তুলনায় কিছুটা ছোট। তাই স্টাম্পে থাকা, গতিতে বৈচিত্র এনে স্টাম্পের মধ্যে বল রাখার চেষ্টা করেছি।’ স্পিডগানে ঘণ্টায় ১৫৫ কিমি বেগকে ছুঁয়ে ফেলার লক্ষ্য নিয়ে মালিক বলেছেন, ‘আমি যদি ঘণ্টায় ১৫৫ কিমি গতিতে বল করতে পারি তাহলে খুবই ভালো লাগবে। আমি একদিন তা করব। তবে এই মুহূর্তে আমি শুধু ভালো বোলিং করে যেতে চাই।’