না পসন্দ ওয়ার্ক ফ্রম অফিস, একসঙ্গে চাকরি থেকে ইস্তফা ৮০০ কর্মীর
Connect with us

দেশের খবর

না পসন্দ ওয়ার্ক ফ্রম অফিস, একসঙ্গে চাকরি থেকে ইস্তফা ৮০০ কর্মীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার কামড়ে গত দু’বছর ধরে থমকে গিয়েছিল গতির চাকা। সংক্রমণ মোকাবিলায় হঠাৎ করে অফলাইন থেকে অনলাইন মোডে চলতে শুরু করেছিল সবকিছু।

স্কুল-কলেজ থেকে শুরু করে অফিসকাছাড়ি সবকিছুই চলছিল অনলাইন মোডে। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ শব্দটি গত দু’বছর ধরে চাকুরীজীবী মানুষদের জীবনে যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। নেই অফিস যাওয়ার তাড়া।

ভিড় ঠেলে-ঘেমে নেয়ে অনেক দিন যেতে হয়নি অফিস। কিন্তু বর্তমানে গোটা দেশ সহ সারা বিশ্বের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। যারফলে খুলে দেওয়া হয়েছে সবকিছু। শুরু হয়ে গিয়েছে ওয়ার্ক ফ্রম অফিস।

Advertisement

আরও পড়ুন: ট্যাক্সেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আশঙ্কা

এই ‘ওয়ার্ক ফ্রম অফিস’ নিয়ে যত বিপত্তি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় কর্মচারীদের অফিসে আসতে বলায় গত এক মাসের মধ্যে ধাপে ধাপে চাকরি থেকে ইস্তফা দিলেন প্রায় ৮০০ জন কর্মচারী। জানা গিয়েছে, জনপ্রিয় স্টার্টআপ সংস্থা ‘WhiteHat’ গত মাসে এক ইমেল বার্তায় সংস্থার সকল কর্মচারীদের অফিসে এসে কাজ করার নির্দেশ দেন। আর তারপরই শুরু হয়ে যায় দফায় দফায় ইস্তফা দেওয়ার কাজ। অফিসে এসে কাজ করতে হবে বলে বেঙ্গালুরু, মুম্বই এবং গুরুগ্রামের অফিস থেকে দিয়েছেন সবমিলিয়ে মোট ৮০০ কর্মচারী।

জানা গিয়েছে, শুধুমাত্র অফিসে এসে কাজ করতে ইচ্ছুক নয় কর্মচারীরা। আর তার জন্য কাজ থেকে ইস্তফা দিয়েছেন ৮০০ জন ফুল টাইমের কর্মচারী। এরফলে ওই কোম্পানির লোকসান হয়েছে অনেক।

Advertisement

আরও পড়ুন: ফের কাঠগড়ায় যোগী সরকার, শিক্ষিকাকে ধর্ষণের পর ধর্মান্তকরণের অভিযোগ

জানা গিয়েছে, হোয়াইটহ্যাট জুনিয়র লোকসানে চলছে। কোম্পানি ২০২১ সালে তাঁদের মোট ১,৬৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে পোষ্ট করে জানিয়েছিল। ১ এপ্রিল, ২০২০ থেকে ৩১ মার্চ ২০২১ এর মধ্যে স্টার্টআপ সংস্থা তাঁদের কার্যক্রম থেকে ৪৮৩.৯ কোটি টাকা আয় করেছে, যেখানে মোট ২,১৭৫.২ কোটি টাকা খরচ হয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.