রাতের অন্ধকারে পার্কিংলটে হামলার অভিযোগ, FIR দায়ের ৪০ জনের বিরুদ্ধে
Connect with us

দেশের খবর

রাতের অন্ধকারে পার্কিংলটে হামলার অভিযোগ, FIR দায়ের ৪০ জনের বিরুদ্ধে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাতের অন্ধকারে পার্কিংলটে দাঁড়িয়ে থাকা গাড়িতে হামলায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দু’ডজন গাড়ি। রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের Mankhurd এলাকায়।

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ৪০ জন অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মুম্বইয়ের Mankhurd এলাকায় পার্কিং লটে থাকা দু’ডজনের বেশী গাড়ির উপর হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ঘটনায় বাদ যায়নি অটো রিকশা থেকে শুরু করে দু’চাকার গাড়িও। রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটাল তা জানতে ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: ত্রিকূট পাহাড়ে রোপওয়ে বিপত্তি, ২২ ঘণ্টা ধরে আটকে পর্যটকরা

Advertisement

এই বিষয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনার Sanjay Pandey এবং জয়েন্ট কমিশনার Vishwas Nangre Patil সোমবারই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ধরতে তল্লাশিও শুরু হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, ”৪০ জনেরও বেশি লোক এই ঘটনার সঙ্গে জড়িত। তারা প্রত্যেকেই কাছাকাছি এলাকার বাসিন্দা বলেই সন্দেহ করা হচ্ছে। রবিবার রাতে মানখুর্দের MHADA কলোনীতে গিয়ে পার্ক করা যানবাহন – প্রাইভেট কার, অটো-রিকশা এবং টু-হুইলারের উপর বাঁশের লাঠি দিয়ে ভাঙচুর ও আক্রমণের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় আব্দুল্লাহ ইয়াকুব শেখ (৩২) নামে একজন আহত হয়েছেন বলে জানান তিনি। এদিকে ভাঙচুরের এই বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে আটক করেন। ঘটনার পর থেকেই এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও ভিডিয়ো থেকে বিরত থাকার অনুরোধও জানান তিনি।

আরও পড়ুন: ভ্যাকসিনের দাম নিয়ে বড় ঘোষণা, জানুন কত কমল দাম

Advertisement

এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্ত সকলেই মদ্যপ অবস্থায় ছিল। অভিযুক্তেরা তাঁর গাড়িতেও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।