আন্তর্জাতিক
তেল শোধনাগারে বিধ্বংসী বিস্ফোরণ, প্রাণ হারালেন শতাধিক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের বিস্ফোরণ! প্রবল বিস্ফোরণের জেরে আগুনে ঝলসে গিয়ে প্রাণ হারালেন অন্তত শতাধিক মানুষ। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সুদূর নাইজেরিয়ার রিভার্স প্রদেশের একটি তেল শোধনাগারে। অবৈধ ওই তৈল শোধনাগার থেকেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে সেদেশের সংবাদ মাধ্যম এবং সরকারি তরফে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, আগুনের তেজে মৃতদের শরীর এমন ভাবে পুড়ে গিয়েছে যে, তাঁদেরকে শনাক্ত করতেও বেগ পেতে হচ্ছে পুলিশ প্রশাসনের। তবে নাইজেরিয়ার তৈল শোধনাগারে এই ধরণের বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়।
আরও পড়ুন: অধ্যাপকদের সঙ্গে বসেই দেখা যাবে পর্নোগ্রাফি! নয়া পাঠ্যক্রম চালু হচ্ছে কলেজে
এর আগেও ২০২১ সালের অক্টোবর মাসে এখানকার আরও একটি বেআইনী তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই সময়ও শিশু সহ বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন।
আরও পড়ুন: রাজার দেশে প্রজার কথা বলা মানা, তালিবানের নয়া ফতোয়ায় মড়ার উপর খাঁড়ার ঘা
নাইজেরিয়া হল আফ্রিকা তথা সারা পৃথিবীর মধ্যে অন্যতম তৈল উৎপাদনকারী এবং রফতানিকারক একটি দেশ। তবে বিগত কয়েক বছর ধরে চরম দুর্দশা নেমে এসেছে এই দেশে। দারিদ্রতা এবং বেকারত্বের জ্বালায় অপরিশোধিত এই বেআইনী তৈল কেন্দ্রগুলি অন্যতম আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। আর যার দরুণ কোনও রকম নিরাপত্তা এবং সুরক্ষা বলয় না থাকায় অসতর্কতার জেরে এই ধরনের ঘটনা ঘটছে। এমনটাই দাবি করা হয়েছে BBC-এর একটি রিপোর্টে।