প্রতিবেশীর সঙ্গে বিবাদে মাথা ফাটল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের
Connect with us

রাজনীতি

প্রতিবেশীর সঙ্গে বিবাদে মাথা ফাটল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  হুগলীর চুঁচুড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুনীল মালাকারকে বেধরক মারধরের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রাক্তন ওই কাউন্সিলর সুনীল মালাকার বর্তমানে চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন।

যদিও এই ঘটনায় পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন এই কাউন্সিলর সুনীল মালাকারের সঙ্গে বর্তমানে দলের কোনও যোগাযোগ নেই বলে জানা গিয়েছে সূত্রের খবর, প্রতিবেশী বিশু মালাকারের পরিবারের সঙ্গে পুরোনো বিবাদের জেরে এই গন্ডোগোল। অভিযোগ বিশুরও মাথা ফাটিয়ে দিয়েছেন  সুনীল মালাকার। ঘটনায় দুজনেই বর্তমানে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: ‘CBI দিয়ে সবকিছু হয় না,বাংলার মানুষ মমতায় আস্থা রাখে অন্য কারও উপর নয়’: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Advertisement

এই ঘটনায় সুনীল মালাকারের অভিযোগ, তিনি কাউন্সিলর থাকার সময় ওয়ার্ডে পুকুর ভরাট, মধুচক্র চালানোর মত বেআইনি কাজের বিরোধী ছিলেন। তাই তার উপর রাগ ছিল। রবিবার বাজার থেকে ফেরার পর বাড়িতেই  ছিলেন তিনি। সেখানেই তাঁর উপর আক্রমণ করতে আসে চার পাঁচজন লোক। লোহার রড দিয়ে তাঁর  মাথায় মারা হয় বলেও অভিযোগ তুলেছেন প্রাক্তন ওই কাউন্সিলর। ঘটনায়  মাথা ফেটে যায় তাঁর। সুনীলের মেয়ে সুচরিতা মালাকারের অভিযোগ,রাস্তায় তাদের দেখলেই টোন টিটকিরি করে অভিযুক্তরা।

আরও পড়ুন: রাজার দেশে প্রজার কথা বলা মানা, তালিবানের নয়া ফতোয়ায় মড়ার উপর খাঁড়ার ঘা

পাল্টা সুনীল মালাকারের বিরুদ্ধে অভিযোগ বিশু মালাকারের, কাউন্সিলর থাকার সময় সুনীল প্রচুর দুর্নীতি করেছে। তার বিরুদ্ধে লড়াই করেছেন তাঁরা তৃণমূল কর্মী হিসেবে। সুনীল মালাকারকের সঙ্গে দল সম্পর্ক ছিন্ন করে। মেয়াদ শেষ হবার আগেই সুনীল পদত্যাগ করে। যদিও সম্পর্কে সুনীল মালাকার এবং বিশু মালাকার আত্মীয়। সুনীলের অভিযোগ, যারা মারধোর করেছে তারা বিজেপি করে। বিশুর দাবী তাঁরা তৃণমূল করেন। তিনি আরও অভিযোগ করে বলেন, ”বরং দুর্নীতি করে সুনীলই তৃণমূলের বদনাম করেছে।”

Advertisement