বাংলার খবর
ফের রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর বিদ্রোহ চলবেই, সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বিরুদ্ধে কোনও সুযোগ হাতছাড়া করতে রাজি নন তিনি। তৃণমূল সরকারের অন্যতম প্রকল্প হল ‘মা ক্যান্টিন’।
এবার এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে তিনি মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে নালিশ জানান। গত বছর বিধানসভা নির্বাচনের আগে স্বল্পমূল্যে খাবার পৌঁছে দেওয়ার জন্য মা ক্যান্টিন চালু করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। শুভেন্দু অধিকারীর বক্তব্য, নিয়ম অনুযায়ী বাজেট পাশ হওয়ার পর কোনও নতুন প্রকল্প চালু করা হয়। কিন্তু ভোটের কথা মাথায় রেখে সেই নিয়ম মানা হয়নি। এই প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবং তাতেও দুর্নীতি করা হয়েছে বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।
উল্লেখ্য, এই মা ক্যান্টিন নিয়ে আগেই সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। বাজেট পাস হওয়ার আগেই ক্যান্টিন চালু করা হয়েছিল বলে তিনিও অভিযোগ তুলেছেন। শুভেন্দু বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল সরকার পরিচালিত মা ক্যান্টিন প্রকল্পের দুর্নীতির মিল রয়েছে। একইসঙ্গে পুরভোটে প্রশাসনের অপব্যবহার নিয়েও সরব হন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্য এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।