দেশের খবর
অনলাইনে প্রতারণা, ৬ লক্ষ টাকা খোয়া গেল ব্যবসায়ীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজগঞ্জের এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ছয় লক্ষাধিক টাকা। অনলাইনে সার্ভার সমস্যার সমাধান খুঁজতে গিয়ে ওই প্রতারণার শিকার হন তিনি। ওই ব্যবসায়ীর নাম চম্পা চক্রবর্তী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ির সাইবার ক্রাইম থানা।
ফাটাপুকুর এলাকায় জমির সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চম্পা চক্রবর্তীর জেরক্স সহ কাপড়ের দোকান রয়েছে। ব্যবসায়িক কারণে অনলাইনে লেনদেন করেন। চম্পাবাবু জানান, বুধবার তিনি নিজের কম্পিউটার থেকে অনলাইনে টাকা জমা দেওয়ার সময় সার্ভার সমস্যা দেখা দেয়। পরেরদিনও একই ঘটনা ঘটে। সমাধান খুঁজতে তিনি অনলাইনে নির্দিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইট সার্চ করেন।
সেখানে দেওয়া কাস্টোমার কেয়ার নম্বরে ফোন নম্বরে যোগাযোগ করেন। অপরপ্রান্ত থেকে তাঁকে কিছু নির্দেশ অনুসরণ করতে বলা হয়। ওই নির্দেশ মতো ব্যবসায়ী একটি অ্যাপ ডাউনলোড করার পাশাপাশি কয়েকটি লিঙ্কে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানান। রাতে তাঁর মোবাইলে আসা একটি মেসেজ দেখে চক্ষু চড়কগাছ হয় ব্যবসায়ীর। চম্পাবাবুর কথায়, ব্যাঙ্কে তাঁর দু’টি অ্যাকাউন্ট রয়েছে।
একটি অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৩৭ হাজার এবং অন্য অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৬৯ হাজার টাকা উধাও হয়ে যায়। পরেরদিন ব্যাঙ্কের শাখায় গিয়ে জানতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। তিনি যে ফোন নম্বরে যোগাযোগ করেছিলেন সেটি ব্যাঙ্কের নয়, একটি ভুয়ো নম্বর! ব্যাঙ্ক কর্তৃপক্ষ তথ্য থেকে জানতে পারেন, ওই টাকা প্রথমে সিমলায় এক অ্যাকাউন্টে জমা হয়। সেই অ্যাকাউন্ট থেকে রাজগঞ্জের ওই ব্যবসায়ীর ৬ লক্ষ ৬ হাজার টাকা ছাড়াও অন্য এক গ্রাহকের ৮ লক্ষাধিক টাকাও উধাও হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী জলপাইগুড়ির সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন চম্পাবাবু।