বাংলার খবর
Breaking News: ভরদুপুরে পার্কসার্কাসে গুলি, পুলিশকর্মী সহ মৃত ১ মহিলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভরদুপুরে কলকাতায় চলল গুলি। পার্ক সার্কাসে ভরদুপুরে এলোপাথারি গুলিতে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গুলিতে আত্মঘাতী এক পুলিশকর্মী। পুলিশের গুলিতে মৃত ১ মহিলা।
সূত্রের খবর, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে এই গুলিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনায় মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্কসার্কাস চত্বরে। ঘটনায় আত্মঘাতী ওই পুলিশকর্মী সদ্য কাজে যোগ দিয়েছিলেন। মৃতদেহের পাশেই পড়েছিল রাইফেল।
সূত্র মারফত খবরে জানা গিয়েছে, এদিন ডিউটিতে ছিলেন আত্মঘাতী ওই পুলিশকর্মী। অফিস থেকে বেরিয়ে নিজের রাইফেল থেকেই আত্মঘাতী হন তিনি। শুধু তাই নয়, পুলিশের গুলিতে বাইকআরোহী এক মহিলার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে দশে-দশ, একনজরে দেখে নিন জেলার কৃতীদের তালিকা
এদিকে এই ঘটনায় কেন ওই নিরাপত্তারক্ষী গুলি চালালেন তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, বাংলাদেশ উপদূতাবাসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই নিরাপত্তাকর্মী। আচমকাই তিনি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক মহিলার। জানা গিয়েছে, ওই মহিলা রাস্তা দিয়ে একটি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। তার পর নিরাপত্তাকর্মী নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হন।