জঙ্গলে গাছ কাটতে গিয়ে গাছ চাপা পড়েই এক ব্যক্তির মৃত্যু!
Connect with us

Uncategorized

জঙ্গলে গাছ কাটতে গিয়ে গাছ চাপা পড়েই এক ব্যক্তির মৃত্যু!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গাছ কাটতে গিয়ে সেই গাছেই চাপা পড়ে মৃত্যু হল মঙ্গল রায় নামে এক ব্যক্তির (৫২)। মৃত ওই ব্যক্তির বাড়ি বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার অন্তর্গত ছান্দার গ্রাম পঞ্চায়েতের ঢাঙ্গাকেন্দ গ্রামে। বেলিয়াতোড় বনদফতরের তরফ থেকে গাছ কাটার কাজ চলছিল।

সেই কাজে অংশ নিয়েছিলেন মঙ্গল রায়। গত তিনদিন ধরেই চলছিল গাছ কাটার কাজ। আজ চতুর্থ দিনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে গাছ কাটার কাজের সঙ্গে যুক্ত থাকা কালিপদ রায় নামে এক ব্যক্তি জানিয়েছেন, তাঁদেরকে চুক্তির ভভিত্তিত কাজ করানো হচ্ছে এবং এই গাছ কাটার কাজের জন্য প্রশিক্ষণ পর্যন্ত দেওয়া হয়নি। বেলিয়াতোড় ফরেস্ট অফিসার কালিপদ রায়, বলেন, এই কাজের সঙ্গে যুক্ত কর্মীরা গাছ কাটার হিসাব মতো টাকা পান। তাঁরা সেই রকম ভাবেই কাজ করেন। সাবধানে কাজ করলে এমন ঘটনা ঘটত না বলে দাবি করেছেন তিনি।