বাংলার খবর
সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে পোস্ট, পুলিশের জালে যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট। সেই সূত্র ধরে এবারে দুই যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মহদীপুর অঞ্চলের গৌড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
জানা গিয়েছে, ধৃত ওই দুই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ এবং শিব শংকর ঘোষ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র-গুলির কোনও বৈধ কাগজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: নাগরদোলা সারাই করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, চরম পরিণতি ২ শ্রমিকের
এই আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিল ওই দুই যুবক। সেই সূত্রে তদন্ত শুরু করে পুলিশ তাদের গ্রেফতার করে। সোমবার তাদের মালদা জেলা আদালতে তোলা হয়।
আরও পড়ুন: অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় যুবক
অন্যদিকে সাগরদীঘিতে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হল এক পাচারকারীকে। ধৃত পাচারকারীর নাম হিটলার শা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সাগরদীঘি থানার পুলিশ মনিগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ইনটেক পাম্প হাউসের কাছে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ হিটলার শা নামের এক যুবককে গ্রেফতার ।ধৃত যুবক ইসলামপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতের কাছে হাত বদলের উদ্যেশ্যে এসে ছিলো খতিয়ে দেখতে সোমবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আদালতে পাঠায়।