খেলা-ধূলা
সবুজ মেরুনের এক না একাধিক ফুটবলার পজেটিভ! স্থগিত এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব পড়েছে বিশ্বের নামি দামি ফুটবল লিগ গুলোতেও। একাধিক ফুটবলার, কোচিং স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। বহু ম্যাচ বাতিল হওয়ার খবরও পাওয়া গিয়েছে। কিন্তু তার মধ্যেও জৈব সুরক্ষা বলয়ের ভিতরে গোয়ায় সুষ্ঠুভাবেই চলছিল আইএসএল।
কিন্তু শেষ রক্ষা হলো না। এবার ইন্ডিয়ান সুপার লিগেও ঢুকে পড়ল করোনার আতঙ্ক। এটিকে মোহনবাগান দলের এক ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় শনিবার ওড়িশা এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচ স্থগিত করে দেওয়া হল। আইএসএল এবং সবুজ মেরুন শিবিরের পক্ষ থেকে একজন ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার কথা বলা হলেও তাঁর নাম প্রকাশ করা হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে খবর একজন নয়, এটিকে মোহনবাগান দলের চার জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে দলের গোলমেশিন রয় কৃষ্ণ এবং সদ্য বিদেশ থেকে ফিরে এটিকে মোহনবাগানে যোগ দেওয়া ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানও রয়েছেন।
তবে এদিন ম্যাচ স্থগিত হয়ে যাওয়া নিয়ে মোহনবাগানের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘আইএসএল-এর পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার এটিকে মোহনবাগান এবং ওড়িশা এফসি-র ম্যাচ স্থগিত। পরবর্তী কোনও দিনে এই ম্যাচ আয়োজন করা হবে। মোহনবাগান দলের একজন করোনা আক্রান্ত হওয়ায় লিগের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকিদের সুস্থ রাখার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।’ এইচএনকে সিবেনিকের থেকে ছাড়পত্র পেয়ে সম্প্রতি ক্রোয়েশিয়া থেকে ফিরে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছেন ঝিঙ্গান। তারপরই এটিকে এমবি শিবিরে করোনার হানা। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় এটিকে মোহনবাগানের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার আশাও থমকে গেল।