মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক
Connect with us

বাংলার খবর

মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার এক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে মঙ্গলবার এক জনকে গ্রেফতার করল লালগড় থানার পুলিশ। ধৃতের নাম লক্ষ্মীকান্ত মাহাতো। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা তুলতেন তিনি। এর আগেও লালগড় থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিল এই মামলায়। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই লক্ষ্মীকান্ত মাহাতোর হদিশ পায় পুলিশ।

এইভাবে ভয় দেখিয়ে কয়েকজনের কাছ থেকে ধৃতরা টাকা তুলেছে বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। লালগড় থানার পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখে প্রথমে পরিমল মাহাতো ও সাধন মাহাতো নামে দু’জনকে পিডরাকুলি থেকে শনিবার গ্রেফতার করে। এবং ধৃতদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে। শনিবার পরিমল মাহাতো ও সাধন মাহাতোকে লালগড় থানার পুলিশ ঝাড়গ্রাম আদালতে তোলে। আদালতে তাঁদের চারদিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

লালগড় থানার পুলিশ ওই দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এছাড়াও তাঁদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করে। তখনই লক্ষ্মীকান্ত মাহাতোর হদিশ মেলে। তাঁকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পেশ করলে বিচারক ৩ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার পিন্ডরাকুলি এলাকায় আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement

এর আগেও বিনপুর পুলিশ মাওবাদি নাম করে চিঠি ও ভুয়ো পোস্টারকান্ডে পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। সেই ঘটনার মাস্টার মাইন্ডের খোঁজ করছে। তারই মধ্য আবার নতুন করে মাওবাদি নামে ফোনে হুমকি দিয়ে নতুন করে টাকা তোলার ঘটনা পুলিশের কাছে নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।