দেশের খবর
আবারও মেক ইন ইন্ডিয়ার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আবারও আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের তৈরি টিকা সারা বিশ্বজুড়ে প্রশংসিত। গতকালই বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ১০০ কোটি টিকা দিয়ে রেকর্ড গড়েছে ভারত। দেশের ১০০ কোটি মানুষের টিকা পরিপূর্ণ হওয়ায় আজ জাতির উদ্দশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
সেই ভাষণে তিনি দেশবাসীকে আবারও আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন। তিনি বলেন, দেশের তৈরি টিকা শুধু দেশে নয়, সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকার সাফল্যের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই টিকা করোনা থেকে মানুষকে ভরসা দিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনে আপনারা যেমন ভরসা করেছেন ঠিক তেমনি এবার থেকে বিদেশি জিনিষ আমদানি নয় দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিস ব্যবহার করুন। তাহলেই দেশের অর্থনীতি মজবুত হবে।’
দেশের মানুষকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর উদ্দ্যেশ্যে বলেন, দীপাবলিতে নিজেদের প্রিয়জনকে যে উপহার দেবেন, সেই উপহার দেওয়ার জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসের ওপর ভরসার কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও একবার ‘মেক ইন ইন্ডিয়ার’ প্রসঙ্গ টেনে বলেন, দেশকে মজবুত করতে হলে আগে দেশের অর্থনীতি মজবুত করতে হবে। দেশকে মজবুত করতে হলে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিষের ব্যবহার এর কথা বলেন। তিনি আরও বলেন, দেশকে মজবুত করতে প্রত্যেক ভারতবাসীকে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামগ্রী ব্যবহার করে অবদান রাখতে হবে।