বাংলার খবর
আবারও বাঁকুড়ার জঙ্গলে হাতির আগমণে রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : আবারও বাঁকুড়ার জঙ্গলে হাতির আগমণে রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ। হাতির আতঙ্কে রাতের ঘুম ছুটেছে বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া বেলিয়াতোড় ও সোনামুখীর বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীদের। প্রায় মাস দেড়েক পর আবারও মেদিনীপুর জঙ্গল থেকে বাঁকুড়ার জঙ্গলে আগমন ঘটেছে সাতটি বুনোহাতির একটি দলের।
বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে শনিবার জানতে পারা যায়, সোনামুখী রেঞ্জের করঞ্জমনি খয়রাশোল মৌজায় পাঁচটি, বেলিয়াতোড় রেঞ্জের রামচন্দ্রপুর মৌজায় একটি ও বড়জোড়া রেঞ্জের পাবয়া মৌজায় একটি বুনোহাতি রয়েছে। যদিও স্থানীয় বনদফতর অত্যন্ত সতর্ক রয়েছে। ২৪ ঘণ্টা হাতির দলের উপর কড়া নজর রাখা হয়েছে বনদফতরের পক্ষ থেকে।
পাশাপাশি বাঁকুড়া উত্তর বন বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষদের সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে অযথা কেউ জঙ্গলে প্রবেশ না করেন। গতবার হাতির তাণ্ডবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল কৃষকদের। সে কথা মাথায় রেখেই হাতি গুলোকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে, তার প্রচেষ্টা চালাচ্ছেন বনদফতরের আধিকারিকরা।