ভ্যালেন্টাইনস ডে'তেই স্বামী-সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী!
Connect with us

ভাইরাল খবর

ভ্যালেন্টাইনস ডে’তেই স্বামী-সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ভ্যালেন্টাইনস ডে’তেই প্রেমিকের সঙ্গে স্বামীর ঘর ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী। দুই সন্তান নিয়ে অসহায় বাবা চাইছেন ফিরে আসুক তাদের মা। হুগলির চুঁচুড়া রবীন্দ্রনগর কালিতলার বাসিন্দা নিতাই দে।

স্ত্রী সুমির সঙ্গে ১৪ বছরের বিবাহিত জীবন ভালোই কাটছিল। তাঁদের বারো বছরের এক ছেলে ও পাঁচ বছরের মেয়ে রয়েছে। নিতাই রঙের কাজ করেন। কাজের সূত্রে সারাদিনই বাইরে থাকতে হয়। নিতাইয়ের বাড়ির সামনের এক ওয়েল্ডিঙের দোকানে কাজ করতেন বাপি বড়াল। তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুমির। বাড়িতে জানাজানি হতেই অশান্তিও হয়। পরে সবকিছু মিটমাট হয়ে গিয়েছিল। এরপরই নিতাইয়ের কাছে নতুন মোবাইলের আবদার করেন সুমি। স্ত্রীর সেই আবদার পূরণও করেন নিতাই। নিতাইয়ের পরিবারের অভিযোগ, বেশিরভাগ সময়ই ফোনে কারও সঙ্গে কথা বলতেন সুমি।

বাড়ি ছাড়ার আগে মেয়রে জন্মদিন ধুমধাম করে পালন করেন সুমি। নিতাই কোনও কিছুরই অভাব রাখতেন না। নিতাই জানিয়েছেন, ভ্যালেন্টাইনস ডে’র দিন সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে যান সুমি। একদিন ছেলেকে ফোন করে মেয়ের কথাও জিজ্ঞাসা করেছেন সুমি। তারপর আর কোনও যোগাযোগ নেই। নিতাইয়ের পরিবার জানিয়েছে, দত্ত পুকুরে বাপের বাড়ির এক আত্মীয়ের বাড়িতে তাঁরা রয়েছেন। ১৬ তারিখে চুঁচুড়া থানায় মিসিং ডায়রিও করেছেন নিতাই। মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছে ছেলে-মেয়ে। তাই নিতাইয়ের এখন একটাই আবেদন, সন্তানদের কথা ভেবে বাড়ি ফিরে আসুক সুমি।

Advertisement
Continue Reading
Advertisement