ভারত বনধের দ্বিতীয় দিনে জেলায়-জেলায় বিক্ষিপ্ত প্রভাব পড়ল
Connect with us

রাজনীতি

ভারত বনধের দ্বিতীয় দিনে জেলায়-জেলায় বিক্ষিপ্ত প্রভাব পড়ল

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রীয় ট্রেডইউনিয়ন ও ফেডারেশনের ডাকে দ্বিতীয় দিনের দেশব্যাপী ধর্মঘট। মঙ্গলবার ছিল কেন্দ্রীয় ট্রেডইউনিয়ন ও ফেডারেশনের ডাকে দ্বিতীয় দিনের ধর্মঘট। সোমবারের মতো মঙ্গলবারও পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মেচোগ্রামে পথ অবরোধে সামিল হয় সিপিআইএম (CPIM)। এদিন সিপিআইএমনেতা শেখ ইব্রাহিম আলির নেতৃত্বে ৬ নম্বর জাতী সড়ক সকাল ৬ টা থেকে অবরোধ শুরু করে। এদিন ২ ঘন্টা অবরোধ করার পর ব্যস্ততম রাস্তা থেকে অবরোধ তুলে নেয় বলে জানান ইব্রাহিম আলি। সবমিলিয়ে সকাল থেকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মেচোগ্রামে। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ এসে অবস্থা স্বাভাবিক করে।

এদিকে বাম এবং কংগ্রেস সমর্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়নের দ্বারা ডাকা দু’দিনব্যাপী ভারত বন্ধের দ্বিতীয় দিন হল মঙ্গলবার। সোমবারের মত মঙ্গলবার সকাল থেকে বীরভূমের সিউড়ি শহর সহ পার্শ্ববর্তী এলাকায় এই ধর্মঘটের কোনও প্রভাব লক্ষ্য যায়নি। এদিন অন্যান্য আর পাঁচটা দিনের মতোই খোলা রয়েছে দোকানপাট বাজার ঘাট। পাশাপাশি একই ভাবে সচল পরিবহন ব্যবস্থা। তবে এখনও পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রই সবকিছু স্বাভাবিক রয়েছে। অন্যদিকে, ধর্মঘটকে কেন্দ্র করে কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন: পুলিশি অভিযানে ইটাহার থেকে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়

Advertisement

অন্যদিকে, বগটুই হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি অস্ত্রশস্ত্র এবং বোমাগুলির বিরুদ্ধে অভিযানে নেমেছে রাজ্য পুলিশ প্রশাসন। সেইমতো সোমবার উত্তর দিনাজপুরের ইটাহার থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। 

আরও পড়ুন: শিলিগুড়িতে টয়ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন প্রৌঢ়

জানা গিয়েছে, এদিন মোট ৮ টি তাজা বোমা উদ্ধার ঘিরে  আতঙ্ক ছড়িয়ে পড়ে ইটাহারে। সোমবার ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলের বৌসা গ্রামে গ্রামীণ সড়কের ধারে এলাকার বাসিন্দা চিরঞ্জিত ঘোষ (ভোলা) ৩০ পেশায় বাড়ির সামনে চায়ের দোকান করে। তাঁর বাড়ির পিছনের কলা বাগানে দেখতে পায় বালতি ও ড্রামে ৮টি তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ, খবর ছড়িয়ে পড়তে এলাকার সাধারণ মানুষ ভিড় করে ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ইটাহার থানার পুলিশ চিরঞ্জিত ঘোষকে গ্রেফতার করে ইটাহার থানায় নিয়ে যায়। এলাকার বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, এলাকায় চিরঞ্জিত ঘোষ ভালো ছেলে বলে পরিচিত। তাঁকে ফাঁসানো হচ্ছে। এমনটাই অভিযোগ চিরঞ্জিত ঘোষের দিদির। তবে পুলিশ ঘটনাস্থলে থাকলেও বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য ইতিমধ্যে মালদহ থেকে বোম স্কোয়াড রওনা দিয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.