দেশের খবর
বছরের শেষ দিনে রাজ্যে ৩ হাজারের গণ্ডি পেরলো সংক্রমণ! কলকাতায় আক্রান্ত প্রায় ২ হাজার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছরের শেষ দিনেও রাজ্যে লাফিয়ে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন দুই হাজারের বেশি মানুষ। শুক্রবার সেই সংখ্যাটা ৩ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন।
কলকাতাতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার কলকাতায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯০ জন। শুক্রবার মহানগরীতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় ৪৯৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১২৬ জন, হুগলিতে ১১৮ জন, হাওড়ায় ২৯৮ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও বীরভূম, উত্তরবঙ্গের মালদহ, দার্জিলিং, জলপাইগুড়িতেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও রাজ্যে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে কলকাতায় চার জন ও উত্তর ২৪ পরগনায় দু’জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৮.৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৮১৩ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ৫ লক্ষ ১৩ হাজার ২৩০ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৪২ লক্ষ ৯৩ হাজার ১৮০ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৭১০ জন। এর মধ্যে শুধু মাত্র কলকাতাতেই সক্রিয় রোগী রয়েছেন ৪ হাজার ৯২৭ জন।