দেশের খবর
ডেল্টা প্লাসের থেকে কম ভয়ঙ্কর ওমিক্রন, দাবি চিকিৎসক মহলের একাংশের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডেল্টা প্লাসের পর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আফ্রিকা, আমেরিকা, ব্রিটেন সহ প্রায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন প্রজাতি। তাই স্বভাবতই মানবজাতির মনে আবার উদয় হয়েছে শঙ্কা। দ্বিতীয় ঢেউয়ে ডেল্টার ভয়ঙ্কর রূপটা আমরা সবাই প্রতক্ষ্য করেছি কম বেশি সবাই।
সবার প্রিয়জন, বন্ধু পরিচিত জনকে হারিয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। এখন আবার থাবা বসিয়েছে করোনার তৃতীয় ঢেউ। ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। তাই প্রত্যকের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ওমিক্রন কি ডেল্টার মতো না কি তার থেকেও ভয়ঙ্কর! কিন্তু এই প্রশ্নের উত্তর এসেছে সদর্থক। ইসরায়েলের চিকিৎসক আফসাইন এমরানি সোশ্যাল মিডিয়া তে যা শেয়ার করেছেন, তার মাধ্যমে মানুষের মনে আশার সঞ্চার হয়েছে। তিনি ওমিক্রনকে একটি ভ্যাকসিন বলে মনে করছেন। তাঁর মতে যে ভ্যাকসিন কোনও সংস্থা তৈরি করতে পারেনি, তা হয়তো প্রকৃতি তৈরি করে দিয়েছে। ডেল্টার মতো এই ওমিক্রন ছড়িয়ে পড়লে আদপে উপকারই হবে। এটি গণ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করবে। ডেল্টার যে ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি, তার থেকে ওমিক্রনের ভয়াবহতা অনেকটাই কম।
কারণ এর উপসর্গগুলি মৃদু। এমরানি একে প্রকৃতির আশীর্বাদ হিসাবেই দেখছেন। এমরানির সঙ্গে বিদেশ এবং আমাদের দেশেরও অনেক চিকিৎসকই সহমত হয়েছেন। তাঁদের মতে, গতবার যেভাবে মারাত্মক অক্সিজেনের সংকট হয়েছিল, সেটা এখনও দেখা যায়নি। ওমিক্রন আক্রান্তদের চিকিৎসারত এক ডাক্তার জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি যত রোগীকে দেখেছেন তাঁদের প্রত্যেকেরই মৃদু উপসর্গ- কাশি, জ্বর, সর্দি দেখা যাচ্ছে। উনি এও বলেছেন, ডেল্টা ওমিক্রনের থেকেও অনেক বেশি ভয়াবহ এবং আক্রান্তের সংখ্যাও অনেকটাই বেশি ছিল। তবে অনেক চিকিৎসকের মতে ওমিক্রন ছড়ায় তাড়াতাড়ি কিন্তু কম ভয়ঙ্কর।