দেশের খবর
উদ্বেগ বাড়িয়ে দেশে সেঞ্চুরি পূর্ণ করল ওমিক্রন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বে হু হু করে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত মানুষের সংখ্যা। এই মুহূর্তে বিশ্বের ৯১টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নয়া প্রজাতি। ওমিক্রনের সংক্রমণের তীব্রতা করোনার অন্যান্য প্রজাতির থেকে বেশি। ফলে দ্রুত এক শরীর থেকে আরেক শরীরে বিস্তার লাভ করছে ওমিক্রন। যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সতর্ক করেছে। বিশ্বের অন্য দেশের পাশাপাশি ভারতেও ওমিক্রনের সংক্রমণ বাড়ছে।
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। দেশে এই মুহূর্তে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০১ জন। দেশের ১১টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। দেশের মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৩২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এছাড়া দিল্লিতে ২২ জন, রাজস্থানে ১৭ জন কর্ণাটক ও তেলেঙ্গানায় ৮ জন করে এবং গুজরাত ও কেরলে ৫ জন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চণ্ডীগড় এবং পশ্চিমবঙ্গে একজন করে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।
শুক্রবার সকালেই দিল্লিতে নতুন করে ১০ জনের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে বলে দিল্লি স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। আফ্রিকায় প্রথম এই ভাইরাসের উৎপত্তি হলেও বিশ্বের মধ্যে ব্রিটেনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে ব্রিটেনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭০৮ জন। এর পরেই আছে ডেনমার্ক। ডেনমার্কে ৯ হাজার ৯ জন এবং নরওয়েতে আক্রান্তর সংখ্যা ১ হাজার ৭৯২ জন। ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি থাকলেও মারণ ক্ষমতা কম বলে কিছুটা আতঙ্ক কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।