বাংলার খবর
বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ, শ্রীঘরে ছেলে-বৌমা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের বটতলা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রহৃত বৃদ্ধা সুভদ্রা রায়ের উপর তাঁর ছেলে ও বৌমা দীর্ঘদিন ধরে অত্যাচার করছিল। দিন-দিন ক্রমশ বাড়ছিল অত্যাচারের মাত্রা।
শুধু তাই নয়, শুক্রবার রাতে ওই বৃদ্ধাকে তাঁর ছেলে ও বৌমা পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনায় পুলিশ শুক্রবার রাতেই ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন। যদিও ঘটনায় তাঁর ছেলে-বৌমা ফেরার থাকায় তাদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে শনিবার সকালে বৃদ্ধার ছেলে ও ছেলের বউ বাড়ি ফিরলে স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে। এরপরই তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুই অভিযুক্তকে ধরে নিয়ে যায়। এদিকে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, শনিবার মালদার ইংরেজবাজার এলাকার ললিত মোহন শ্যাম মোহিনী হাইস্কুলের ইংরেজি শিক্ষকের আত্মহত্যার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। জানা গিয়েছে, হবিবপুর থানার দাল্লার বাসিন্দা বিধান বোস(৪৩) সপরিবারে ভাড়া থাকতেন ইংরেজবাজারের ফুলবাড়ি মোড় এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তিনি স্কুল থেকে ফিরে স্ত্রীকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে বলেন। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে এরপর নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষক। ছেলেকে নিয়ে বাড়ি ফিরে চোখের সামনে স্বামীর ঝুলন্ত দেহ দেখে চিৎকারে জুড়ে দেন তাঁর স্ত্রী। এরপর তাঁর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তড়িঘড়ি বিধান বোসকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এই আত্মহত্যার ঘটনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর তার এক ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন। তাকে নিয়ে মানসিক অবসাদে থাকতেন তিনি। তবে সে কারণেই আত্মহত্যা কি না তা জানতে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন ইংরেজবাজার থানার পুলিশ।