বাংলার খবর
নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে প্রচার, বৃদ্ধকে মারধরের অভিযোগ TMC-এর বিরুদ্ধে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলার পুরনির্বাচনে ২০২২-এর ভোটের সময়ে নির্দল প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন তিনি। দেওয়াল লিখন থেকে শুরু করে জনসংযোগ সবেতেই ছিলেন তিনি। কিন্তু ভোটের ফল বেরোতেই তাঁকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে, উত্তরপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে এই ওয়ার্ড থেকে এবারে তৃণমূলের হয়ে ভোটে জিতেছেন মৌসুমি বিশ্বাস। অভিযোগ, সোমবার ভোটের ফল বেরোতেই আক্রান্ত বৃদ্ধকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের ওই প্রার্থী এবং তাঁর দলবলের বিরুদ্ধে।
অভিযোগ, গণনা কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় ফেলে মারধোর করা হয় বৃদ্ধ তপেন দত্তকে। জানা গিয়েছে, তপেন দত্ত সেই সময় বাজারে গিয়েছিলেন সাইকেল নিয়ে। অভিযোগ, তিনি ভোটে যেহেতু নির্দলের হয়ে প্রচার করেন তাই তাঁকে মারা হয়েছে। যদিও আক্রান্ত ওই বৃদ্ধার এই অভিযোগ অস্বীকার করেন মৌসুমী বিশ্বাস। এই বিষয়ে তিনি বলেন, ”ওঁদের অনেক উপরকার করেছি তাই আামকে হারাতে চেষ্টা করেছে। আমার কর্মীরা উত্তেজিত ছিল। তখন রাস্তায় দাঁড়িয়ে আমাকে গালাগাল করেন তপেন দত্ত। আমি কোনও মারধর করিনি। উত্তেজিত জনতা মেরেছে।”
তবে এই বিষয়ে তপেন দত্ত বলেন,”আমরা তৃনমূল করি না। যেহেতু ওর বিরুদ্ধে কাজ করেছি তাই এই আক্রমন করল।”
উল্লেখ্য, ২০২২ সালের পুরসভা নির্বাচনে ১০৮টি পুরসভার মধ্যে ১০৩টি পুরসভা ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে একটি পুরসভা গিয়েছে বামেদের দখলে। কোচবিহারেও ৬টি পুরসভার সবকটিতেই জয়ী তৃণমূল। এছাড়াও দার্জিলিং পুরসভা দখল করে নয়া চমক গড়ল নতুন দল হামরো পার্টি। তাহেরপুর পুরসভা দখল করেছে সিপিএম। শুধু তাই নয়, গতবারও এই পুরসভা ছিল বামেদের দখলেই। এদিকে পূর্ব বর্ধমানের ৬টি পুরসভার মধ্যে ৬টি তৃণমূলের দখলে গিয়েছে।