লাইফ স্টাইল
খাবার গিলতে সমস্যা? হতে পারে এই রোগের লক্ষণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্যানসারের মত বিপজ্জনক রোগ আজকাল বেশ সাধারণ হয়ে উঠেছে। শরীরের যেকোনো অংশে ক্যানসার হতে পারে। তবে শুরুতে এর কোন লক্ষণ দেখা যায়না। কিছু ক্যানসার রয়েছে যা বেশ সাধারণ যার মধ্যে রয়েছে- স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, ত্বকের ক্যানসার এবং খাদ্যনালীর ক্যানসার।
খাদ্যনালীর মাধ্যমে আমাদের মুখ ও পাকস্থলী সংযুক্ত হয়। খাবার খাওয়ার সময় যদি শ্বাসরোধ, কাশি বা গিলতে অসুবিধার সম্মুখীন হন তবে এটি ডিসফ্যাজিয়ার লক্ষণ হতে পারে যা খাদ্যনালী ক্যানসারের সবচেয়ে বড় লক্ষণ। সময়মতো এই লক্ষণগুলি সনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে এর চিকিত্সা সময়মতো শুরু করা যায়। খাদ্যনালী ক্যানসারের প্রথম লক্ষণ হল খাবার গিলতে অসুবিধা হওয়া। কখনও কখনও, গিলে ফেলার চেষ্টা করার সময়, নাক বা মুখ দিয়ে খাবার উঠে আসে। এ কারণে খাবার ঠিকমতো চিবানোর ওপরও নির্ভর করে অনেককিছু। এই সমস্যার কারণে, অনেক সময় একজন ব্যক্তি খাবার না চিবিয়ে গিলে ফেলার চেষ্টা করেন, যার ফলে আরও বেশি ব্যথা হয়।
খাবার গিলতে অসুবিধা ছাড়াও খাদ্যনালীর ক্যানসারের আরও অনেক লক্ষণ রয়েছে। যেমন- ক্লান্তি, বমি, অ্যাসিড রিফ্লাক্স, অম্বল, কফ, খিদে হ্রাস, বুকে ব্যথা এবং কণ্ঠস্বর পরিবর্তন। এমন পরিস্থিতিতে, ধূমপান, তামাক ও অ্যালকোহল একেবারেই গ্রহণ করা উচিত নয়। খাবারের তালিকায় রাখুন ফল ও সবজি। পাশাপাশি নিজের ওজনের ওপর নজর দিতে হবে।